মালয়েশীয় পাম অয়েলের দাম বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

ফিউচার মার্কেটে গতকাল মালয়েশীয় পাম অয়েলের দাম বেড়েছে। দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে দেশটি থেকে রফতানি বাড়ার পূর্বাভাস। এছাড়া শিকাগো বোর্ড অব ট্রেড (সিবিওটি) ও ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) অন্যান্য ভোজ্যতেলের দামের ঊর্ধ্বমুখিতাও পণ্যটির দাম বাড়ার অন্যতম কারণ। খবর বিজনেস রেকর্ডার। 

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে ডিসেম্বরের সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম ৭০ রিঙ্গিত বা ১ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৩ হাজার ৮০৬ রিঙ্গিতে (৮৯৫ ডলার ৯৫ সেন্ট)। 

মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উদ্ভিজ্জ তেল উৎপাদনকারী দেশ। সংশ্লিষ্টদের মতে, অক্টোবরে দেশটিতে অপরিশোধিত পাম অয়েল উৎপাদন আগের মাসের তুলনায় ২ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। বিশ্বে শীর্ষ ভোজ্যতেল আমদানিকারক দেশ ভারত। দেশটিতে ২০২৩-২৪ মৌসুমে পাম অয়েলের প্রধান সরবরাহকারী দেশ ছিল ইন্দোনেশিয়া। দেশটি এ সময় ভারতে ২৮ লাখ ৬ হাজার টন অপরিশোধিত পাম অয়েল (সিপিও) ও ১৩ লাখ ৭৭ হাজার টন আরবিডি পাম অলিন রফতানি করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন