চীনে আগস্টে কয়লার উত্তোলন বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

চীনে আগস্টে কয়লা উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৮ শতাংশ বেড়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তাপবিদ্যুৎ উৎপাদন ও রাসায়নিক শিল্প খাতে চাহিদা বাড়ায় চীনে জ্বালানিপণ্যটির উত্তোলন বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।

চীন বিশ্বের সবচেয়ে বড় কয়লা উত্তোলনকারী দেশ। মাসিক ভিত্তিতেও দেশটিতে কয়লা উৎপাদন বেড়েছে। গত আগস্টে দেশটি ৩৯ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টন কয়লা উত্তোলন করেছে, যা জুলাইয়ে ছিল ৩৯ কোটি ৩ লাখ ৭০ হাজার টন।

গত জুলাই ছিল চীনের ইতিহাসে সবচেয়ে উষ্ণ মাস। ওই মাসের দাবদাহ আগস্টেও অব্যাহত ছিল। এতে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অতিরিক্ত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চালানোয় দেশটিতে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়।

এছাড়া গত মাসে চীনে জলবিদ্যুৎ উৎপাদন কমে যায়। এতে অতিরিক্ত চাহিদা মেটাতে তাপবিদ্যুৎ উৎপাদন বাড়াতে হয়। আগস্টে তাপবিদ্যুতের উৎপাদন ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে ৬ লাখ ১৪ হাজার ৯০০ কোটি কিলোওয়াট ঘণ্টায় উন্নীত হয়। চীনের তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো মূলত কয়লার ওপর নির্ভরশীল। অন্যদিকে জলবিদ্যুৎ উৎপাদন জুলাইয়ে ৩৬ দশমিক ২ শতাংশ বাড়ার পর আগস্টে তা ১০ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

বিদ্যুৎ খাত ছাড়াও রাসায়নিক শিল্পেও কয়লার চাহিদা বেড়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। এনবিএস জানিয়েছে, তবে বছরের শুরুর দিকে নিরাপত্তা পরিদর্শনের পর জানুয়ারি-আগস্ট পর্যন্ত কয়লা উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৩ শতাংশ কমেছে। এতে উৎপাদন দাঁড়িয়েছে ৩০৫ কোটি টনে।

এদিকে চীনে আগস্টে কয়লা আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে দেশটির শুল্ক বিভাগ। অতিরিক্ত তাপমাত্রার কারণে দেশটির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো জ্বালানি পণ্যটির আমদানি অব্যাহত রেখেছে। যদিও বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দিন দিন বাড়ছে। 

চীনা শুল্ক বিভাগের দেয়া তথ্যানুযায়ী, আগস্টে চীনের কয়লা আমদানির পরিমাণ ছিল ৪ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টন। তবে জুলাইয়ের তুলনায় গত মাসে দেশটির কয়লা আমদানি কমেছে। 

সে সময় আমদানির পরিমাণ ছিল ৪ কোটি ৬২ লাখ ১০ হাজার টন, যা গত সাত মাসে সর্বোচ্চ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন