‘বড় ছেলে’র সাত বছর পূর্তিতে মেহজাবীন অপূর্বের স্মৃতিচারণ

ফিচার প্রতিবেদক

ছবি: শিল্পীর ফেসবুক

বাংলা নাটক-টেলিছবির মোড় ঘুরিয়ে দিয়েছিল মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’। ২০১৭ সালে এটি প্রচারিত হওয়ার পর বাতাসের বেগে ছড়িয়ে যায় চারদিকে। ইউটিউবে গড়ে নতুন নজির। সব ধরনের দর্শকদের মন কাড়ে নাটকটি। 

বড় ছেলে নাটকটি একটি পরিবারের যে বড় ছেলে থাকে তার কত দায়িত্ব এবং কর্তব্য থাকে সেটা নাটকের মধ্যে বুঝিয়েছিলেন এবং সেই পরিবারের যে বড় ছেলে বেকার থাকে পরিবারের জন্য কোনো কিছু করতে না পারা যে কতটা কষ্টের নাটকটিতে তা চিত্রিত করা হয়েছে। নিজের ভালো চাকরির জন্য নিজের প্রিয় মানুষটিকে হারানোর বিষয়টিও দর্শকদের মনে দাগ কেটেছে। নাটকটিতে অপূর্বর বিপরীতে ছিলেন মেহজাবীন। 

দর্শকপ্রিয় সেই টেলিছবির সাত বছর পূর্ণ হয়েছে ৫ সেপ্টেম্বর। এ উপলক্ষে পর্দার বড় ছেলে জিয়াউল ফারুক অপূর্ব ফেসবুকে দিয়েছেন সাত বাক্যের একটি বার্তা।

অভিনেতা মনে করেন, ৫ সেপ্টেম্বর তার ক্যারিয়ারে বিশেষ দিন। তিনি বলেন, ‘এ টেলিছবি থেকে যে ভালোবাসা পেয়েছি, এখনো কোনো কাজ দিয়ে তা ছাড়িয়ে যেতে পারিনি। সাত বছর পর এসে এখনো এ নাটক নিয়ে মেসেজ পাই।’

‘বড় ছেলে’ নাটকটির প্রচারের দিনটিকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মেহজাবীনও এক আবেগময় পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘বড় ছেলের সাত বছর হতে চলেছে, আমি এখনো ভক্তদের থেকে আগের মতো ভালোবাসা পেয়ে যাচ্ছি।’

শেষে অভিনেত্রীর ভাষ্য, ‘এ নাটক আমার ক্যারিয়ারে পরিবর্তন এনে দিয়েছে। এরপর আমাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান আরিয়ান ভাইয়ার কাছে চিরকৃতজ্ঞ এমন সুন্দর উপহার দেয়ার জন্য।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন