নোলানকে শর্ত জুড়ে দিয়েছিলেন গ্যারি ওল্ডম্যান

ফিচার ডেস্ক

ছবি: এরিখ শার্বোনিও/ওয়্যার ইমেজ

গ্যারি ওল্ডম্যান। হ্যারি পটারের সিরিয়াস ব্ল্যাক ও ব্যাটম্যানের জিম গর্ডন হিসেবেই বেশি জনপ্রিয়। ব্রিটিশ এ অভিনেতাকে ফের পর্দায় দেখা যাবে সদ্য মুক্তি পাওয়া টিভি সিরিজ ‘স্লো হর্সেস’-এর চতুর্থ সিজনে। গ্যারি ওল্ডম্যান সিরিজটিতে রয়েছেন জ্যাকসন ল্যাম্ব চরিত্রে। এর আগে ক্রিস্টোফার নোলান নির্মিত ‘ওপেনহাইমার’-এ দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান চরিত্রে। স্লো হর্সেস বিশেষভাবে আলাদা ওল্ডম্যানের কাছে। জ্যাকসন ল্যাম্ব চরিত্রের কারণে তিনি ক্রিস্টোফার নোলানকে শর্ত পর্যন্ত দিয়েছিলেন। 

ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যান ট্রিলজিতে ডিটেকটিভ জেমস গর্ডন চরিত্রে অভিনয় করেছেন গ্যারি ওল্ডম্যান। দীর্ঘ ব্যবধানের পর ওপেনহাইমারে ফের একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়। হ্যারি ট্রুম্যানে অভিনয়ের জন্য নিজের চুল না কাটার শর্ত জুড়ে দেন গ্যারি ওল্ডম্যান। কারণ জ্যাকসন ল্যাম্বের চুল ছিল বড়। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাতে ওল্ডম্যান বলেন, ‘জ্যাকসন ল্যাম্ব চরিত্রটা আমার কাছে ভিন্ন রকম; কারণ আমি এর সঙ্গে অনেকটা আবদ্ধ ছিলাম। এমনকি যখন ছয় মাসের বিরতি চলছে, তখনো। ওপেনহাইমারের প্রস্তাব পাওয়ার পরই আমি ক্রিস্টোফার নোলানকে বলেছি, চরিত্রটি আমি করব, তবে প্রস্থেটিক ক্যাপ ও পরচুলা পরে। আমি আমার চুলও কাটব না। যদি সে শর্ত মেনে নেয়া হয়; তাহলে রাজি। আর যদি পরচুলা পরতে না দেয়া হয়, তাহলে রুলটা অন্য কেউ করুক।’ 

নোলান ওল্ডম্যানের প্রস্থেটিক ক্যাপ ও পরচুলার ব্যাপারে প্রথম নিকে নারাজ থাকলেও পরে সম্মতি প্রকাশ করেন। তার পরই ওপেনহাইমারে একত্র হন এবং শুটিং শুরু হয়। এর মধ্য দিয়ে গ্যারি ওল্ডম্যানের সম্পূর্ণ ভিন্ন রূপ ধরা দিল ভক্তদের কাছে। 

এদিকে গত বছর দ্য ড্রিউ ব্যারিমোর শোতে এসে ওল্ডম্যান হ্যারি পটার ও ব্যাটম্যান মুভি সিরিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার দাবি, দুটি ফিল্ম সিরিজের চরিত্রই তাকে ব্যক্তিগত ও পেশাগতভাবে রক্ষা করেছে। জিম গর্ডন ও সিরিয়াস ব্ল্যাক চরিত্রে অভিনয় করার আগে তার চলচ্চিত্র ক্যারিয়ারে মন্দা চলছিল। এ দুই চরিত্রের মধ্য দিয়ে তিনি নিজেকে অন্য মাত্রায় আসীন করেন। ওল্ডম্যান বলেন, ‘সময়টা বেশ প্রতিকূল ছিল। চলচ্চিত্র শিল্পে একটা বড় ধরনের পরিবর্তন চলছে। অধিকাংশ সিনেমার শুটিং হচ্ছে হাঙ্গেরি, বুদাপেস্ট, প্রাগ, অস্ট্রেলিয়ার মতো জায়গায়। নানা কারণে আমাকে না করে দিতে হতো। কিন্তু ব্যাটম্যান ও হ্যারি পটার আমাকে উদ্ধার করেছে।’

সূত্র: ভ্যারাইটি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন