বন্যার পানি পুরোপুরি নামার পর পুনর্বাসন— দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

ছবি: সংগৃহীত

বন্যার পানি সম্পূর্ণভাবে নামার পর পুনর্বাসন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর। শনিবার (৩১ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলার সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা জানান।

ফারুক-ই-আজম বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করেছেন। এর আলোকে যে পুনর্বাসন কর্মসূচি হবে, তার একটা ধারণা পেলাম। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। এখনো ত্রাণ কার্যক্রম চলমান আছে। বন্যার পানি সম্পূর্ণভাবে নামার পর পুনর্বাসন কার্যক্রম শুরু করব। আমরা বিভিন্ন এলাকায় ত্রাণ পাঠানো থেকে শুরু করে আশ্রয়কেন্দ্রগুলোর অবস্থা পর্যবেক্ষণ ও সব ধরনের সহায়তা করছি। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন