ফেনীতে নাগরিক সংলাপ

বন্যা নিয়ন্ত্রণে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে

বণিক বার্তা প্রতিনিধি, ফেনী

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

ফেনীতে বন্যা-পরবর্তী পুনর্বাসনে করণীয় বিষয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিডি) নামে একটি বেসরকারি সংস্থা।

সভায় বক্তারা বলেন, ‘দীর্ঘ স্থায়ী সমাধান হিসেবে ফেনীর উত্তরাঞ্চলে মুহুরী কহুয়া ও সিলোনিয়া নদীতে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। ক্ষতিগ্রস্তদের তালিকা অনুসরণ করে সরকারি-বেসরকারি উদ্যোগ সমন্বয়, কৃষি প্রণোদনার ক্ষেত্রে নিঃস্ব কৃষকদের প্রাধান্য দেয়া, সহজ শর্তে কৃষিঋণ নিশ্চিত, স্বেচ্ছাশ্রমে মানুষকে উদ্বুদ্ধ ও সামাজিকভাবে ক্ষুদ্র সমস্যা নিরসন করতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা দিয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়া সাজাতে হবে। এসব কাজে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দেবে।’

সভায় বক্তব্য রাখেন বেসরকারি সংগঠন ইসলামিক এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক আবু তাহের নাসির, জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আ. ন. ম আবদুর রহিম, ফেনী সরকারি কলেজ দর্শন বিভাগের প্রভাষক মোহাম্মদ মীর হোসেন মজুমদার, প্রবীণ সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঞা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন