এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে অনভিপ্রেত বলছেন শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি। —বণিক বার্তা।

আন্দোলন-সহিংসতার ধাক্কায় এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্তকে ‘অনভিপ্রেত’ বলছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। এইচএসসির ফল প্রকাশের বিষেয়ে বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন তিনি।

আজ বুধবার (২১ আগস্ট) শিক্ষা উপদেষ্টা বলেন, এইচএসসি পরীক্ষার বিষয়ে আমার একার সিদ্ধান্ত নেয়ার কিছু নেই, জানিও না। বোর্ডগুলো সিদ্ধান্ত নেবে।

২০২১ সালের আগের বইগুলো আবার ছাপানো হবে জানিয়ে তিনি বলেন, বইয়ের কিছু টেক্সট পরিবর্তন করা হবে। ১ জানুয়ারির মধ্যে বই দেয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

বই ছাপাতে এবার কোনো ধরনের দুর্নীতি হবে না বলেও জানান ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, এরই মধ্যে যেসব বই ছাপার দরপত্র আহ্বান করা হয়েছিল, তা বাতিলের নির্দেশ দেয়া হয়েছে। এবার বই ছাপার মান ও কাগজের মান ভালো হবে। কারণ, এবার দুর্নীতি হবে না। 

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য (ভিসি) নিয়োগের প্রক্রিয়া চলছে বলেও জানান অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা। সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে ভিসি নিয়োগ করা হবে উল্লেখ করে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন