২০২৪-২৫ সাল

বিশ্বব্যাপী কয়লার চাহিদা স্থিতিশীল থাকার পূর্বাভাস

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

বৈশ্বিক কয়লার চাহিদা চলতি ও আগামী বছর স্থিতিশীল থাকতে পারে। এ সময় বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোয় বিদ্যুতের চাহিদা ঊর্ধ্বমুখী থাকলেও সম্প্রতি সৌর ও বায়ু উৎপাদন দ্রুত সম্প্রসারিত হচ্ছে, যা চাহিদা স্থিতিশীল রাখার পেছনে ভূমিকা রাখবে। সম্প্রতি এক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। খবর বিজনেস রেকর্ডার। 

প্রতিবেদনে আইইএ জানায়, গত বছর বিশ্বব্যাপী কয়লার ব্যবহার এর আগের বছরের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ইতিহাসে সর্বোচ্চে পৌঁছেছিল। এ সময় বিশ্বে কয়লার ব্যবহার বৃদ্ধিতে ভূমিকা রেখেছিল দুই শীর্ষ ব্যবহারকারী দেশ চীন ও ভারত। বিদ্যুৎ ও শিল্প খাতে কয়লার ব্যবহার সবচেয়ে বেশি হয়। ২০২৩ সালে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার সময় জলবিদ্যুৎ কম উৎপাদিত হয়েছিল, যা কয়লার ব্যবহার বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। 

এ বিষয়ে আইইএর এনার্জি মার্কেট অ্যান্ড সিকিউরিটি বিভাগের পরিচালক কেইসুকে সাদামোরি বলেন, ‘পলিসি সেটিংস ও বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে আমাদের বিশ্লেষণ বলছে, ২০২৫ সাল পর্যন্ত বিশ্বব্যাপী কয়লার চাহিদা স্থিতিশীল থাকতে পারে।’

এদিকে ভারত সরকারের প্রকাশিত অস্থায়ী পরিসংখ্যানের বরাত দিয়ে হেলেনিক শিপিং নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের কয়লা উত্তোলন চলতি বছরের জুনে গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। এ সময় দেশটি ৮ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টন কয়লা উত্তোলন করেছে, গত অর্থবছরের জুনে যা ছিল ৭ কোটি ৩৯ লাখ ২০ হাজার টন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন