কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, কক্সবাজার

ছবি : বণিক বার্তা

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ তাওহীদ বাবু (২০) রামু সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র।

জানা যায়, মঙ্গলবার (২৫ জুন) বিকাল ৫টায় মোটরসাইকেল যোগে কক্সবাজারে আসার পথে জোয়ারিয়ানালা এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে হাতে ও মাথায় গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তাওহীদুল বাবুর পিতা লুৎফুর রহমান একজন প্রবাসী। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকপাড়া এলাকায় বসবাস করছেন বলে জানা গেছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আশিকুর রহমান কলেজ ছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন