ফিকির সেমিনারে বক্তারা

লজিস্টিক খরচ ২৫ শতাংশ কমলে রফতানি বৃদ্ধি পাবে ২০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

দেশের অর্থনীতির চিত্র বদলে দেবে ‘লজিস্টিক নীতিমালা-২০২৪’। পরিকল্পনা মোতাবেক বাস্তবায়ন করা গেলে পণ্য উৎপাদন খরচ কমবে, রফতানি বৃদ্ধি পাবে। লজিস্টিক খরচ যদি অন্তত ২৫ শতাংশ কমে তাহলে রফতানি অন্তত ২০ শতাংশ বৃদ্ধি পাবে। আর সড়কে যানবাহনের গতি ঘণ্টায় ৪০ কিলোমিটার করা গেলে ‘লিডটাইম’ কমার কারণে রফতানি বৃদ্ধি পাবে ৩ দশমিক ৭ শতাংশ। গতকাল রাজধানীর একটি হোটেলে ফরেন ইনভেস্টমেন্ট চেম্বার অব কমার্স (ফিকি) আয়োজিত ‘জাতীয় লজিস্টিক নীতিমালা ২০২৪: নীতি কাঠামো থেকে বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিকির সাবেক প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবীর। এছাড়া অনুষ্ঠানে ফিকির প্রেসিডেন্ট জাভেদ আখতার, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘এ নীতিমালা আমাদের উচ্চ আয়ের দেশ হওয়ার পথে সহায়ক ভূমিকা পালন করবে। কেননা ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে হলে রফতানি বৃদ্ধি করতে হবে এবং ব্যবসার খরচ কমানোর মাধ্যমে বিদেশী বিনিয়োগ আকর্ষণ করতে হবে। এ নীতিমালা আমাদের সেই পথই দেখাচ্ছে। ব্যবসার খরচ কমে এলে আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের প্রতিযোগিতা করার ক্ষমতা বৃদ্ধি পাবে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন