ঈদযাত্রার ১৩ দিনে সড়কে নিহত ২৩০ জন: বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

সদ্য শেষ হওয়া ঈদুল আজহায় ঘরমুখো মানুষের ঈদযাত্রায় সড়কে ২৩৫টি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এসব দুর্ঘটনায় ২৩০ জন নিহত ও ৩০১ জন আহত হয়েছেন। গতকাল বিকালে বনানীর সদর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এসব তথ্য জানান।

দুর্ঘটনার কারণ হিসেবে বিআরটিএ উল্লেখ করেছে হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা; অতিরিক্ত ও বেপরোয়া গতিতে মোটরযান চালানো; ঝুঁকিপূর্ণ ব্রিজে মোটরযান চালানো; মোটরযান চালকের অসতর্কতা ও  ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং করা; পথচারীর অসাবধানতা এবং যত্রতত্র রাস্তা পারাপার; মোটরযান চালনার সময় অসাবধানতায় যানবাহনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ইত্যাদি। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন