সাতক্ষীরায় শুকনা মরিচের দাম বেড়েছে

বণিক বার্তা প্রতিনিধি, সাতক্ষীরা

ছবি: ফাইল/নিজস্ব আলোকচিত্রী

সাতক্ষীরায় শুকনা মরিচের দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে জেলাটিতে এ মসলাপণ্যের দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা। গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড়বাজারের একাধিক মসলা বিপণন ও আড়ত ঘুরে এ তথ্য জানা গেছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, ভোমরা স্থলবন্দর দিয়ে সম্প্রতি শুকনা মরিচের আমদানি কমেছে। চাহিদার তুলনায় কম সরবরাহ এ মসলার দাম বাড়াতে ভূমিকা রেখেছে।

সুলতানপুর বড়বাজারের কয়েকটি মসলা বিপণন আড়ত ঘুরে দেখা গেছে, সাত-আটদিন আগেও কেজিতে শুকনা মরিচের দাম ছিল ৪০০ টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে ৪৫০ টাকায় পৌঁছেছে।

এ বিষয়ে সাতক্ষীরার মসলা ব্যবসায়ী জহুরুল হক বলেন, ‘‌ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি কমে যাওয়ায় তার প্রভাব পড়েছে জেলা শহরের মসলা বাজারগুলোয়। আমদানি বাড়লে দাম কমে যেতে পারে।’

সাতক্ষীরা জেলা দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বার্তাকে জানান, বাজারে যথেষ্ট সরবরাহ থাকার পরও যদি কোনো ব্যবসায়ী শুকনা মরিচের দাম বেশি নেন তাহলে  তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরের গত ১০ মাসে অর্থাৎ জুলাই-এপ্রিল পর্যন্ত এ বন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি হয়েছে ৪৭ হাজার ১২০ টন, যার আমদানি মূল্য ১ হাজার ১৮৮ কোটি ১ লাখ টাকা। ২০২২-২৩ অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত এ বন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি হয়েছিল ৯৭ হাজার ৯৫৮ টন, যার আমদানি মূল্য ১ হাজার ৭৩ কোটি ৫৬ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছর পণ্যটি আমদানি কমেছে ৫০ হাজার ৮৩৮ টন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন