ইয়েলোস্টোনে ফিরছেন না কেভিন কস্টনার

ফিচার ডেস্ক

ছবি: ইউএস উইকলি

মার্কিন জনপ্রিয় একটি সিরিজ ‘ইয়েলোস্টোন’। যেখানে আগের চারটি পর্বেও দেখা গেছে অভিনেতা কেভিন কস্টনারকে। তবে সম্প্রতি একটি ভিডিও বার্তার মধ্য দিয়ে তিনি নিশ্চিত করেছেন ইয়েলোস্টোনে আর তাকে দেখা যাবে না। এ নিয়ে কস্টনার বলেন, ‘আমি বুঝতে পেরেছি, আমি সিরিজটি চালিয়ে যেতে সক্ষম হব না।’ 

সিরিজ প্রসঙ্গে কস্টনার আরো বলেন, ‘ইয়েলোস্টোন সম্পর্কে চিন্তা করছি, সেই প্রিয় সিরিজ যা আমি ভালোবাসি, আমি জানি আপনারাও ভালোবাসেন। আমি শুধু বুঝতে পেরেছি আমি সিজন ফাইভ বা ভবিষ্যতে এটি চালিয়ে যেতে পারব না।’

একটি অনুষ্ঠানে কস্টনার বলেন, ‘ইয়েলোস্টোন এমন একটি সিরিজ, যা আমাকে সত্যিই বদলে দিয়েছে। আমি জানি আপনারা এটি পছন্দ করেছেন, তবে আমি আপনাদের জানাতে চেয়েছিলাম আমি সিরিজে ফিরব না। সিরিজটির মধ্য দিয়ে আমরা যে সম্পর্ক গড়ে তুলতে পেরেছি তা আমি ভীষণ ভালোবাসি। দেখা হবে চলচ্চিত্রে।’

ইয়েলোস্টোনের পঞ্চম পর্বের দ্বিতীয়ার্ধ ১০ নভেম্বরের মধ্যেই দর্শক দেখতে পাবে। সে পর্বেই শেষ দেখা যাবে অভিনেতা কস্টনারকে। নির্মাতা টেলর শেরিডানের এ সিরিজে কস্টনারকে দেখা যাবে জন ডাটনের চরিত্রে। যদিও কস্টনারকে সিরিজের পঞ্চম পর্বে দেখা যাওয়ার বিষয়টি একেবারেই সম্ভব ছিল না। কারণ এরই মধ্যে সিরিজের দৃশ্যগুলো চিত্রায়িত হয়েছে এবং কস্টনার সে সময় ব্যস্ত ছিলেন ‘হরাইজন’ নিয়ে। 

তবুও কস্টনার সম্প্রতি এ সিরিজে পুনরায় যোগ দিতে চাওয়ার বিষয়ে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতি বলেন, ‘আমি সিরিজটি ভালোবাসি, এ সিরিজের প্রত্যেককে ভালোবাসি। আমি ভালোবাসি সিরিজের গল্পকে। এ গল্পের পৃথিবীকে আমি ভালোবাসি। আমি সবসময় অনুভব করেছি ফিরে আসা এবং আধুনিক দিনে পৌরাণিক কাহিনী শেষ করা আমার জন্য একটি আকর্ষণীয় মুহূর্ত হতে পারে।’ কস্টনারের বর্তমান ব্যস্ততা চলছে ওয়েস্টার্ন সিরিজ ‘হরাইজন’ নিয়ে। তার সৃজনশীল ভাবনা ও নিজের ব্যক্তিগত অর্থ সবকিছু দিয়েই চলছে হরিজনের কাজ। একই সঙ্গে পরিচালনা, চিত্রলিখন, অভিনয় ও প্রযোজনাও করবেন কস্টনার এ সিরিজে। কারণ হরিজন কস্টনারের জন্য একটি প্যাশন প্রজেক্ট। যিনি পশ্চিম সম্পর্কে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুসরণ করতে এ প্রকল্পে তার নিজস্ব সম্পদের ৩৮ মিলিয়ন ব্যয় করছেন। বাজেটের একটি বৃহৎ অংশ বিদেশী বিক্রয়ের মাধ্যমে অর্থায়ন করা হয়েছিল, ফলে অঞ্চল অনুসারে অধিকার বিক্রি করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন