লেনোভোর নতুন মাল্টিমিডিয়া ট্যাবলেট উন্মোচন

ছবি: লেনোভো

লেনোভো ট্যাব প্লাস নামে একটি নতুন মাল্টিমিডিয়া ট্যাবলেট উন্মোচন করেছে চীনভিত্তিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো। হাই কোয়ালিটির অডিও ভিডিও নিয়ে কাজ করে এমন ব্যবহারকারীদের জন্যই লেনোভো ট্যাব প্লাস ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছে লেনোভো। লেনোভো ট্যাব প্লাসে রয়েছে টুকে রেজল্যুশনের ১১ দশমিক ইঞ্চির বড় ডিসপ্লে। এরই সঙ্গে প্রসেসর হিসেবে ট্যাবটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি নাইটিনাইন। উন্নত অডিও আউটপুটের জন্য ট্যাবলেটটির সাউন্ড সিস্টেমে ব্যবহার করা হয়েছে জেবিএলের নির্মিত আটটি স্পিকার। সঙ্গে থাকছে ডলবি অ্যাটমস সাপোর্ট। অপারেটিং সিস্টেম হিসেবে ট্যাবটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন। ট্যাবটির সামনে পেছনে রয়েছে মেগাপিক্সেলের ক্যামেরা। ৮৬০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকায় ট্যাব প্লাস এক চার্জে টানা ১২ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লে করতে পারে। এরই সঙ্গে রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং, যা ৯০ মিনিটের মধ্যে ডিভাইসটিকে সম্পূর্ণ চার্জ করতে পারে। লেনোভো ট্যাব প্লাস মূলত ব্যবহারকারীদের সেরা অডিও অভিজ্ঞতা দেয়ার জন্য তৈরি করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। এছাড়া ট্যাব প্লাসে আরো থাকছে বিল্ড ইন স্ট্যান্ড, হেডফোন জ্যাক, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং একটি ইউএসবি-সি পোর্ট। লেনোভো ট্যাব প্লাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৮৯ ডলার। খবর গিজমোচায়না

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন