ঈদযাত্রায় মহাসড়কে গতিসীমা ভঙ্গ করায় ১,৪৫৮ মামলা: পুলিশ

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

ঈদযাত্রায় দেশের বিভিন্ন মহাসড়কে গতিসীমা ভঙ্গ করায় ১ হাজার ৪৫৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পাশাপাশি গণপরিবহন ব্যতীত যাত্রী পরিবহনের দায়েও ব্যবস্থা নেয়া হয়েছে। গতকাল পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তর জানায়, গত ১৩-১৮ জুন পর্যন্ত দেশের বিভিন্ন মহাসড়ক ও সড়কের ৫৫৬টি স্থানে স্পিডগান ব্যবহার করা হয়েছে। একই সময় ওভারস্পিডের কারণে ১ হাজার ৪৫৮টি প্রসিকিউশন দেয়া হয়েছে। ওই সময় গণপরিবহন ব্যতীত অন্যান্য গাড়িতে যাত্রী পরিবহন করায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে ৫৮৩টি যানের বিরুদ্ধে। এছাড়া পুলিশ ২ হাজার ১৪টি স্থানে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে বিভিন্ন ধরনের যানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আলোচ্য সময়ে মোট ৭ হাজার ১০২টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, সড়ক দুর্ঘটনা হ্রাস, জনগণের নিরাপদ ও স্বস্তিদায়ক চলাচল অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন