মে মাসে চীনের অ্যালুমিনিয়াম আমদানি বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

ছবি: রয়টার্স

চীনে মে মাসে অ্যালুমিনিয়াম আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৬১ দশমিক ১ শতাংশ বেড়েছে। এ সময় দেশটি মোট ৩ লাখ ১০ হাজার টন অ্যালুমিনিয়াম আমদানি করেছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের শুল্ক বিভাগ। খবর বিজনেস রেকর্ডার।

চীন চলতি বছরের প্রথম পাঁচ মাসে মোট ১৮ লাখ টন অ্যালুমিনিয়াম আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮১ দশমিক ৭ শতাংশ বেশি।

অ্যালুমিনিয়ামের মতো ওজনে হালকা ধাতু প্রধানত নির্মাণ, পরিবহন ও প্যাকেজিং শিল্পে ব্যাপকভাবে ব্যবহার হয়। চীন একই সঙ্গে ধাতুটির শীর্ষ ব্যবহারকারী ও উৎপাদক। আমদানির তুলনায় পণ্যটির রফতানিই বেশি করে দেশটি। কিন্তু কভিড-১৯-পরবর্তী বছরগুলোয় ধাতুটির আমদানি নজিরবিহীনভাবে বাড়িয়েছে বেইজিং। এছাড়া দেশটিতে উৎপাদিত অ্যালুমিনিয়ামের দাম আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশি হওয়ায় ব্যবহারকারীরা আমদানির দিকে ঝুঁকছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন