ইউক্রেনে শস্য উৎপাদন বাড়ার পূর্বাভাস

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

ইউক্রেনে আগামী বিপণন বর্ষে (২০২৪-২৫) শস্য উৎপাদন ৭ শতাংশ বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছে। সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়।

এর আগে এক পূর্বাভাসে দেশটিতে আগামী বিপণন বর্ষে ৫ কোটি ২৬ লাখ টন শস্য উৎপাদন হবে বলে জানানো হয়েছিল। তবে ইউক্রেনের ভারপ্রাপ্ত কৃষিমন্ত্রী তারাস ভিসোটস্কি সম্প্রতি প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে তা বাড়িয়ে ৫ কোটি ৬০ লাখ টন হবে বলে জানিয়েছেন। এসব শস্যের মধ্যে ২ কোটি ১০ লাখ টন গম, ২ কোটি ৮৫ লাখ টন ভুট্টা ও ৫০ লাখ টন যব উৎপাদন হবে।

তারাস ভিসোটস্কি আরো জানান, আগামী বিপণন বর্ষে শস্য, তেল ও তেলবীজসহ ইউক্রেনের মোট কৃষি রফতানি ছয় কোটি টনের বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে থাকবে ২ কোটি ৫০ লাখ টন ভুট্টা ও ১ কোটি ৫০ লাখ টন গম।

বিশ্বের চতুর্থ বৃহত্তম শস্য রফতানিকারক ইউক্রেন। রুটির ঝুড়ি হিসেবে খ্যাত দেশটির প্রধান শস্যপণ্যের মধ্যে রয়েছে গম, ভুট্টা ও যব। ২০২২ সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পরও দেশটি শস্য রফতানিতে ঊর্ধ্বমুখী ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের তথ্যানুসারে, ইউক্রেন ২০২৩-২৪ বিপণন বর্ষে ভুট্টা রফতানিতে বিশ্বে চতুর্থ এবং গম রফতানিতে ষষ্ঠ অবস্থান ধরে রেখেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন