সিবিওটিতে গমের দাম কমেছে

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গমের দাম কমেছে। প্রধান রফতানিকারক দেশগুলোয় বেশি ফলনের পূর্বাভাস ভোগ্যপণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে গমের ফলন ভালো হয়েছে, যা দাম কমার পেছনে প্রভাব ফেলেছে।

সিবিওটিতে সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে শীতকালীন লাল গমের দাম আগের দিনের তুলনায় প্রতি বুশেলে (১ বুশেলে ৬০ পাউন্ড) দশমিক ১ শতাংশ কমেছে। এতে বুশেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৫ ডলার ৯৮ সেন্ট।

অন্যদিকে সিবিওটিতে সয়াবিনের দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ কমেছে। বুশেলপ্রতি মূল্য স্থির হয়েছে ১১ ডলার ৭৩ সেন্টে। ভুট্টার দাম আগের দিনের তুলনায় দশমিক ৬ শতাংশ কমে ৪ ডলার ৪৭ সেন্টে নেমেছে। যুক্তরাষ্ট্র ও কানাডা বিশ্বের অন্যতম শীর্ষ দুই গম উৎপাদক।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন