ইসরায়েলি বাহিনীর দাবি

রাফাহর ৬০ শতাংশ ইসরায়েলের দখলে

বণিক বার্তা অনলাইন

আলজাজিরায় প্রকাশিত ছবি।

ফিলিস্তিনের গাজার রাফাহ অঞ্চলের ৬০ থেকে ৭০ শতাংশ এলাকা এখন নিজেদের দখলে বলে দাবি করেছে ইসরায়েল। স্থানটিতে গত ৪০ দিন ধরে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

আলজাজিরার খবরে বলা হয়েছে, গতকাল সোমবার (১৭ জুন) ইসরায়েলি বাহিনী বলেছে, রাফাহর শাবোরা, ব্রাজিল, তাল আস-সুলতান ফিলাডেলফি করিডর এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা।

রাফাহ অভিযানের ৪০ দিনে এখন পর্যন্ত ২২ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। এছাড়া এ অভিযানে তিন শতাধিক জন ইসরায়েলি সেনার আহত হওয়ার কথাও স্বীকার করেছে তারা। অভিযানে মোট ৫৫০ জনের বেশি ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার কথাও দাবি করেছে তারা।

এদিকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় ২৪ ঘণ্টায় আরও ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় কথা জানিয়েছে

নিয়ে গত অক্টোবর থেকে ৩৭ হাজার ৩৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৫ হাজার ৪৫২ জন

তবে নিহতের সংখ্যা আরও বেশি বলে মনে করা হচ্ছে। কারণ, হাসপাতালে আসা হতাহত ব্যক্তিদের ভিত্তিতেই হালনাগাদ তথ্য দিয়ে থাকে স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি স্থাপনার নিচে এখনো প্রায় ১০ হাজার মরদেহ পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন