মে মাসে বেড়েছে ওপেকের জ্বালানি তেল উত্তোলন

বণিক বার্তা ডেস্ক

মে মাসে ওপেকের জ্বালানি তেল উত্তোলন বাড়ার পেছনে বড় ভূমিকা ছিল ইরাকের ছবি: রয়টার্স

ওপেক জোটভুক্ত দেশগুলোর দৈনিক গড় জ্বালানি তেল উত্তোলন মে মাসে এপ্রিলের তুলনায় বেড়েছে ১ লাখ ৪৫ হাজার ব্যারেল। এ উত্তোলন বাড়ার পেছনে বড় ভূমিকা ছিল ইরাকের। দেশটি ওপেকের বেঁধে দেয়া কোটার চেয়েও বেশি উত্তোলন করেছে। পাশাপাশি নাইজেরিয়াও উত্তোলন বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক মে মাসে দৈনিক ২ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করে, যা এপ্রিলের দৈনিক গড়ের তুলনায় ১ লাখ ৪৫ হাজার ব্যারেল বেশি। 

জ্বালানি তেল উত্তোলনের ক্ষেত্রে ওপেকের শীর্ষ সদস্য সৌদি আরব। এর পরই ইরাকের অবস্থান। দেশটি অব্যাহতভাবে ওপেক প্লাসের বেঁধে দেয়া কোটার চেয়ে বেশি পরিমাণে জ্বালানি তেল উত্তোলন করছে। পাশাপাশি প্রতি মাসেই অতিরিক্ত উত্তোলনের ক্ষতিপূরণ দেয়া প্রতিশ্রুতিও দিয়ে আসছে দেশটি। 

ওপেক প্লাসের চুক্তির বিপরীতে একটি সদস্য দেশ কোনো মাসে অতিরিক্ত উত্তোলন করলে ক্ষতিপূরণ হিসেবে দেশটিকে পরের মাসে একই হারে উত্তোলন কমাতে হয়। গত মাসে ইরাক ও নন-ওপেক উত্তোলক কাজাখস্তান এ বছরের শেষ নাগাদ অতিরিক্ত উত্তোলনের বিপরীতে ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে এ প্রতিশ্রুতি সত্ত্বেও ইরাক মে মাসে দৈনিক ৫০ হাজার ব্যারেল করে উত্তোলন বাড়ায়। নাইজেরিয়াও একই হারে উত্তোলন বাড়িয়েছে।

রয়টার্সের সমীক্ষার তথ্যানুযায়ী, ইরাকের পাশাপাশি ওপেকের নয়টি সদস্য দেশ ওপেক প্লাসের বেঁধে দেয়া কোটার চেয়ে বেশি মাত্রায় অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করেছে। লক্ষ্যমাত্রার বিপরীতে এসব দেশের উত্তোলন বেড়েছে দৈনিক ২ লাখ ৫০ হাজার ব্যারেল করে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে লম্বা সময় ধরেই উত্তোলন কমাচ্ছে ওপেক প্লাসভুক্ত দেশগুলো। বিশ্লেষকরা বলছেন, ওপেক প্লাসের উত্তোলন কমানোর ধারা অব্যাহত রাখার বিষয়টি অনেকটাই অনুমেয় ছিল। কারণ বিশ্ববাজারে সরবরাহ ক্রমেই বাড়ছে। তার ওপর আন্তর্জাতিক জ্বালানি সংস্থাসহ বিভিন্ন বাজার পর্যবেক্ষক পণ্যটির চাহিদা প্রবৃদ্ধির গতি শ্লথ হয়ে আসার পূর্বাভাস দিচ্ছেন। ফলে আগামী দিনগুলোয় জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা থাকবে বলে মনে করছেন তারা। এমন বাস্তবতায় দাম বাড়ানোর উদ্দেশ্যে উত্তোলন কমানোর ধারা অব্যাহত রাখবে ওপেক প্লাস। চলতি সপ্তাহেও সংস্থাটি জ্বালানি তেল উত্তোলন আরো কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

ওপেক প্লাসের বৈঠকে আগেকার বিভিন্ন উত্তোলন হ্রাসের ঘোষণার মেয়াদ বাড়িয়ে ২০২৫ সাল পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সব মিলিয়ে বর্তমানে ওপেক প্লাস জোট দৈনিক ৫৮ লাখ ৬০ হাজার ব্যারেল উত্তোলন কমিয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন