এপ্রিলে চীনের পেট্রল রফতানি কমেছে

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

চলতি বছরের এপ্রিলে চীনের পেট্রল রফতানি কমে ২০১৫ সালের পর থেকে সর্বনিম্নে নেমে এসেছে। চীনে সম্প্রতি অভ্যন্তরীণ ভ্রমণ ও জ্বালানির ব্যবহার বেড়েছে। তাই অভ্যন্তরীণ জ্বালানি খাতে পেট্রলের চাহিদা মেটাতে গিয়ে এটি রফতানির পরিমাণ কমেছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। শনিবার চীনের শুল্ক বিভাগ প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স। 

শুল্ক বিভাগের দেয়া তথ্যানুযায়ী, এপ্রিলে চীনের পেট্রল রফতানি ৪০ হাজার কোটি টনে নেমে এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫০ দশমিক ৮ শতাংশ কম। এছাড়া এপ্রিলে চীনের পেট্রল রফতানির এ পরিমাণ চলতি বছরের মার্চের তুলনায় ৬৫ শতাংশ বা ১১ লাখ ৫০ হাজার টন কম। 

এ বিষয়ে এনার্জি ট্রানজিশন বিশ্লেষক প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জির অয়েল অ্যান্ড ক্যামিকেল কনসালটেন্ট শিকিং জিয়ার জানান, চীনের নাগরিকরা স্বল্প দূরত্বের ভ্রমণের ক্ষেত্রে উড়োজাহাজ ব্যবহারের পরিবর্তে গাড়ি ব্যবহার বেশি পছন্দ করছেন। আর এ কারণে জ্বালানি খাতের চাহিদা মেটাতে গিয়ে অভ্যন্তরীণভাবে পেট্রলের চাহিদা বেড়েছে। 

এছাড়া চীনের পেট্রল রফতানির এ নিম্নমুখী ধারা চলতি মে মাসেও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, চীনের শ্রম দিবসের ছুটিতে অভ্যন্তরীণভাবে ভ্রমণ বৃদ্ধি পাবে। তাই চলতি মাসে পেট্রলের চাহিদা গত বছরের তুলনায় ৩-৬ শতাংশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন তারা। 

এপ্রিলে চীনের ডিজেল রফতানির পরিমাণও কমেছে। সে মাসে দেশটি মোট ৭ লাখ ৬০ হাজার টন ডিজেল রফতানি করেছে বলে জানিয়েছে চীনের শুল্ক বিভাগ, যা গত মাসের একই সময়ের তুলনায় ১৪ লাখ ২০ হাজার টন বা ৪৬ শতাংশ কম। যদিও এপ্রিলে চীনের ডিজেল রফতানির পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৮ শতাংশ বেশি ছিল। তবে চীনে শোধণাগারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মে মাসে ডিজেল রফতানি আরো বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। 

অন্যদিকে চলতি বছরের এপ্রিলে চীনের জেট ফুয়েল রফতানির পরিমাণ বেড়েছে। এপ্রিলে দেশটি মোট ১ কোটি ৫৯ লাখ টন জেট ফুয়েল রফতানি করেছে, যা গত বছরের আগের সময়ের তুলনায় ৯০ দশমিক ৪ শতাংশ বেশি। তবে জেট ফুয়েল রফতানির এ পরিমাণ চলতি বছরের মার্চ থেকে ১৯ লাখ ৮০ হাজার টন কম। 

এদিকে চলতি বছরের এপ্রিলে চীনের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৬২ লাখ ২০ হাজার টন হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন