এজ ব্রাউজারে এআই নির্ভর অটোফিল ফিচার চালু

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

ওপেনএআইয়ের চ্যাটজিপিটি বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার যুক্ত হওয়ার পর থেকে এজ ব্রাউজারে বিভিন্ন পরিবর্তন আনছে মাইক্রোসফট। এর অংশ হিসেবে এবার অনলাইনে অটোফিলের নতুন সুবিধা চালু করছে প্রযুক্তি জায়ান্টটি। এতে এআইয়ের সুবিধা যুক্ত করা হয়েছে। খবর গিজচায়না। 

নতুন এ সুবিধার কারণে যেকোনো ওয়েবসাইটে সহজেই অটোফিল সুবিধা পাওয়া যাবে। 

বিশ্লেষকদের তথ্যানুযায়ী, মাইক্রোসফটের এ উদ্যোগ অটোফিল কার্যক্রমের জন্য অন্যতম সংযোজন। বিশেষ করে যারা প্রায়ই অনলাইনে বিভিন্ন ফরম পূরণ করে থাকে।

বর্তমানে এজ ব্রাউজারে অটোফিলের যে সুবিধা রয়েছে তাতে শুধু নাম, ঠিকানা ও ফোন নাম্বারের মতো তথ্য থাকে। তবে মাইক্রোসফটের নতুন এআই-চালিত সিস্টেম এসব সীমাবদ্ধতাকে কাটিয়ে উঠতে সহায়তা করবে বলে দাবি কোম্পানির। এটি পর্যায়ক্রমে ব্যবহারকারীর জন্য অন্যতম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে উঠবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন