সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার কলকাতায়

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

নিখোঁজ বাংলাদেশী সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ ভারতের কলকাতার নিউটাউন থেকে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২২ মে) এ ঘটনায় অভিযুক্ত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন সূত্রে এ খবর পাওয়া গেছে 

কলকাতা পুলিশের একটি সূত্র জানিয়েছে, আজ সকালে কলকাতার নিউ টাউনের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। কলকাতা পুলিশ এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে। খবর পেয়ে আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিন বর্তমানে কলকাতায় ঘটনাস্থলে পৌঁছেছেন।

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন বণিক বার্তাকে বলেন, আমি টেলিভিশনে খবরটা মাত্রই দেখলাম। এখনো অফিসিয়ালি কিছু জানতে পারিনি। আমরা খোঁজ-খবর নেয়ার চেষ্টা করছি।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা আনোয়ারুল আজিম ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য। চিকিৎসার জন্য তিনি গত ১২ মে পশ্চিমবঙ্গে যান। পরদিন চিকিৎসকের কাছে গিয়ে আর ফেরেননি জানিয়ে গত শনিবার (১৮ মে) কলকাতার বরাহনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন গোপাল বিশ্বাস নামে স্থানীয় এক ব্যক্তি।

এদিকে এ নিখোঁজের ঘটনায় গত রোববার (১৯ মে) রাতে কালীগঞ্জ থানায় একটি জিডি করেছেন তার ভাই এনামুল হক ইমান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন