হবিগঞ্জে পাঁচজনসহ দুদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

হবিগঞ্জে পাঁচজনসহ দেশের বিভিন্ন স্থানে গত দুদিনে সড়ক দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল ও বুধবার দিনের বিভিন্ন সময় গাইবান্ধা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজধানীর শাহজাদপুর, কুমিল্লা, গাজীপুর, ফেনী, মাগুরা, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, নীলফামারী ও পটুয়াখালীতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

সিলেট: ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। গত বুধবার রাত দেড়টার দিকে হবিগঞ্জের মাধবপুরের হরিতলায় এ দুর্ঘটনা ঘটে। সিলেটে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে বাড়ি ফিরছিলেন তারা। নিহতরা হলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামের মো. জামাল (৪০), তার স্ত্রী কামরুন্নাহার (৩৫), ছেলে মো. অনন্ত (১১), জামালের ভাই মো. এনামুল (৩৫) ও গাড়িচালক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ইউনুস ব্যাপারীর ছেলে হারুন ব্যাপারী (৩৪)।

গাইবান্ধা: সাদুল্যাপুরে ট্রাকের ধাক্কায় শিমুল মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পাওয়ার টিলার চালক ছিলেন। গতকাল দুপুর ১২টার দিকে গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসিম রেজা নিলু বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রাত ৩টার দিকে গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের খোলাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বাড়ি উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আমবাগান গ্রামে।

লক্ষ্মীপুর: রাস্তা পারাপারের সময় পিকআপচাপায় জেসমিন আক্তার (৫৩) নামে এক নারী নিহত হয়েছেন। তবে তার সঙ্গে থাকা মেয়ে রোমানা আক্তার ও কোলে থাকা নাতি রাহাত ইসলাম অক্ষত রয়েছেন। গতকাল লক্ষ্মীপুর-রায়পুর মহাসড়কের দালালবাজার খোয়াসাগর দিঘির পাড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান দালাল বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমদাদ। জেসমিন রায়পুর উপজেলার চর মোহনা গ্রামের মৃত আব্দুল খালেকের স্ত্রী।

চাঁদপুর: মতলব উত্তরে প্রাইভেট কারের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে অঞ্জু শীল (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামীও গুরুতর আহত হয়েছেন। বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার বিনন্দপুরে বেড়িবাঁধের ওপর এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা ইজিবাইকটির যাত্রী ছিলেন। নিহত অঞ্জু শীল উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের লবা শীলের স্ত্রী।

ঢাকা: রাজধানীর শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় মো. ইউসুফ (৪৫) নামে এক রিকশা চালক নিহত হয়েছেন। গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। বুধবার রাতে রিকশা চালিয়ে ভোরে গ্যারেজের দিকে যাওয়া সময় একটি ট্রাকের ধাক্কায় ইউসুফ রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর অবস্থায় গুলশান থানা পুলিশ তাকে উদ্ধার করে। প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা: নাঙ্গলকোটে গোয়েন্দা পুলিশের (ডিবি) ব্যবহৃত একটি গাড়ির ধাক্কায় জিয়াউল হক (৩৭) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত বুধবার রাত পৌনে ১১টার দিকে কুমিল্লা-হাসানপুর আঞ্চলিক সড়কের মন্তলী ঝিকুটিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর: পুবাইলে ট্রাকচাপায় শাহাদাত হোসেন মুন্না নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে মীরের বাজার চৌরাস্তার কামারগাঁও ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন মুন্না ঢাকা বাইপাস সড়কের উন্নয়ন প্রকল্পের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার রামগতি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। মোটরসাইকেল নিয়ে কালীগঞ্জের উলুখোলা থেকে গাজীপুরের বাইপাসের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

ফেনী: সিএনজিচালিত অটোরিকশা উল্টে চালক আবু সাঈদ সুমন (৩২) নিহত হয়েছেন। বুধবার সকালে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের মতিগঞ্জের মামার দরবার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ সুমন সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ এলাকার হামিদ আলী মিজিবাড়ির আফসার মিয়ার বড় ছেলে।

মাগুরা: মহম্মদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জান্নাত (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ওমান নামে এক আরোহী। গতকাল বিকালে উপজেলা বিনোদপুর ইউনিয়নে তল্লাবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাত বহালবাড়িয়া গ্রামের জাকির হোসেনের ছেলে।

রাজশাহী: গোদাগাড়ী উপজেলায় কাভার্ড ভ্যানচাপায় বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার সাড়ইলে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাইসাইকেল আরোহী আলিফ হোসেন (৩৫) উপজেলার শেখপুর কুমরপুর গ্রামের সাজিদ হোসেনের ছেলে।

যশোর: বেনাপোলে বাসচাপায় মোস্তফা নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো এক কৃষক। বুধবার বেনাপোল-যশোর মহাসড়কের রজনী ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা শার্শা থানার লাউতাড়া গ্রামের আবুল ঢালির ছেলে।

কুষ্টিয়া: কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সাদ্দাম বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শহরের টালিপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে আবু সাঈদ বাদশা (৫০) ও সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের হরিপুর শালদাহ এলাকার আব্দুল হাই খানের ছেলে ওয়াহেদ ইউসুফ খান ওরফে লিটন (৪৫)। 

নীলফামারী: কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ফুস বালা (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফুস বালা কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা জুগিপাড়া গ্রামের মৃত শুরেন চন্দ্র রায়ের স্ত্রী।

পটুয়াখালী: কলাপাড়ায় পিকআপের ধাক্কায় সাইদুর রহমান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সানজিদা বেগম ও শিশু সন্তান আরিয়ান গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে কলাপাড়া-কুয়াকাটার মহাসড়কের সিক্সলেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন