এক হাজার সফল সার্জারি সম্পন্ন করেছে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল

ছবি : বিজ্ঞপ্তি থেকে

প্রায় এক বছরের মধ্যে এক হাজার অপারেশন সম্পন্ন হয়েছে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে। দ্রুততম সময়ে এক হাজার অপারেশনের মাইলফলক অর্জন উপলক্ষে গতকাল ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাসপাতালটির এমডি সাকিফ শামীম। এ সময় তিনি স্পেশালিটি সেন্টারটিকে ঘিরে তার ভবিষ্যৎ পরিকল্পনার একাংশ তুলে ধরেন। অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আব্দুল আলীম (ডিরেক্টর, মেডিকেল সার্ভিসেস ও সিনিয়র কনসালট্যান্ট, অ্যানেস্থেসিওলজি) তার বক্তব্যে বিভিন্ন সূক্ষ্ম ও জটিল সার্জারিতে কী ধরনের সতর্কতা অবলম্বন করা হয় সে বিষয়েও বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফ। —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন