কর্মী ছাঁটাই অব্যাহত রেখেছে বড় ব্যাংকগুলো

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

কর্মী ছাঁটাই অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রের বড় বড় ব্যাংকিং কোম্পানি। এর মধ্যে সবচেয়ে বেশি চাকরি কাটছে সিটিগ্রুপ। ব্যয় সংকোচন, আয় বৃদ্ধি ও কোম্পানি পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে হেডকাউন্ট কমানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ব্যাংকিং কোম্পানি সিটিগ্রুপ চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রায় দুই হাজার কর্মী ছাঁটাই করেছে। এছাড়া ব্যাংক অব আমেরিকা, ওয়েলস ফার্গো ও পিএনসি ফাইন্যান্সিয়ালও সমন্বিতভাবে আগের প্রান্তিকের তুলনায় জানুয়ারি-মার্চ প্রান্তিকে প্রায় দুই হাজার কর্মী ছাঁটাই করেছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের অনিশ্চিত অর্থনৈতিক অবস্থার কারণে ব্যয় নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ব্যাংকিং কোম্পানিগুলো। যদিও বিনিয়োগকারীদের প্রত্যাশা, বড় ধরনের মন্দা এড়াতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে ফেডারেল রিজার্ভ। একই সঙ্গে চলতি বছরের শেষের দিকে সুদহার কমানো হবে বলেও আশা তাদের।

সিটিগ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মার্ক ম্যাসন সম্প্রতি সাংবাদিকদের বলেন, ‘‌আমরা সাত হাজার কর্মী ছাঁটাই করার প্রক্রিয়ার মধ্যে আছি। এরই মধ্যে দুই হাজার সম্পন্ন হয়েছে। অনেকে নোটিস পিরিয়ডে আছেন। আগামী প্রান্তিকের মধ্যে তাদের হিসাব জানা যাবে।’

একটি সূত্র জানিয়েছে, দুই বছরের মধ্যে প্রায় ২০ হাজার কর্মী ছাঁটাই করার একটি বৃহৎ লক্ষ্য রয়েছে সিটিগ্রুপের।

ব্যাংক খাতের নির্বাহীরা পরিবর্তিত সুদহারের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলার কথা স্বীকার করেছেন।

ব্যাংক অব আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান ময়নিহান বিশ্লেষকদের বলেন, ‘আমরা হেডকাউন্ট পরিচালনা করেছি। গত বছরের জানুয়ারিতে শুরু হওয়া এ প্রক্রিয়া চলতি বছরও অব্যাহত থাকবে।’

প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা প্রতিষ্ঠানটি ছাঁটাইয়ের পাশাপাশি কোনো কর্মী চাকরি ছেড়ে দিলে শূন্যপদে নতুন লোকবল নিয়োগ না করেও হেডকাউন্ট কমিয়েছে।

ব্রায়ান ময়নিহান বলেন, ‘‌২০২৩ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত কোম্পানিটির লোকবল ৪ হাজার ৭০০ জনের বেশি কমেছে।’

এদিকে গোল্ডম্যান স্যাকস ও মরগ্যান স্ট্যানলির মতো প্রতিষ্ঠানও কর্মী ছাঁটাই করেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যাংক খাতের বড় কোম্পানি দুটি যথাক্রমে ৯০০ ও ৩৯৬ জন কর্মী ছাঁটাই করেছে।

তবে উল্টো পথে হেঁটেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংকিং প্রতিষ্ঠান জেপি মরগ্যান চেস। ছাঁটাইয়ের পরিবর্তে নতুন কর্মী নিয়োগ করেছে কোম্পানটি। তথ্যমতে, চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রায় দুই হাজার নতুন কর্মী নিয়োগ দিয়েছে জেপি মরগ্যান। এতে তাদের মোট কর্মশক্তির আকার দাঁড়িয়েছে ৩ লাখ ১১ হাজার ৯২১ জনে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন