স্থলবন্দরগুলো দিয়ে আমদানি রফতানি শুরু, ফিরছে কর্মচাঞ্চল্য

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

ঈদ ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে টানা বন্ধের পর গতকাল হিলি, বেনাপোল ও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। এতে গতকাল সকাল থেকে বন্দর এলাকায় কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। তবে ঈদের আমেজ কাটিয়ে বন্দর দিয়ে আমদানি-রফতানি পুরোপুরি স্বাভাবিক হতে আরো দু-একদিন সময় লাগবে বলে দাবি ব্যবসায়ীদের।

হিলি: টানা ছয়দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘‌গতকাল দুপুর পৌনে ১২টা থেকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে পুনরায় বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।’ হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘‌আমদানি-রফতানি শুরু হয়েছে। সেই সঙ্গে বন্দরে কর্মরত শ্রমিকরা তাদের কাজে যোগ দেয়ায় বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস, পণ্য ডেলিভারি দেয়াসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হয়েছে।’

বেনাপোল (যশোর): টানা পাঁচদিন পর দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে আমদানি-রফতানি শুরু হয়েছে। বেনাপোল স্থলবন্দরের অতিরিক্ত পরিচালক রাসেদুল সজীব জানান, টানা পাঁচদিন পর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি চালু হয়েছে। বন্দর ও কাস্টমস খুলেছে। সকাল ৯টা থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। বিকাল থেকে কাজের গতি বাড়বে।

তেঁতুলিয়া (পঞ্চগড়): টানা সাতদিন বন্ধ থাকার পর গতকাল সকালে শুরু হয়েছে বন্দরের কার্যক্রম। বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বলেন, ‘‌সকাল থেকে বন্দরের সব কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন