চট্টগ্রাম টেস্টে ফিরলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

ছবি: এপি

প্রায় এক বছরের বিরতি শেষে বাংলাদেশ টেস্ট দলে ফিরলেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ মঙ্গলবার তাকে রেখেই চট্টগ্রাম টেস্টের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

গত বছর এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে সর্বশেষ টেস্ট খেলেন সাকিব। গত বছর নভেম্বর ডিসেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেননি। ওই সময় তিনি আঙুলের চোট থেকে সেরে উঠছিলেন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন। এখন পুরোপুরি ফিট হয়ে বিপিএল খেলেছেন, সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগেও অংশ নিয়েছেন। এবার খেলবেন চট্টগ্রাম টেস্টে।

 

সাকিব ৬৬টি টেস্ট খেলে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৩৩ উইকেট নিয়েছেন। এছাড়া ৩৯.০৭ গড়ে করেছেন ৪ হাজার ৪৫৪ রান।

 

সাকিবের জন্য স্কোয়াডে জায়গা ছেড়ে দিতে হলো তাওহিদ হৃদয়কে। সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের নিয়মিত মুখ হৃদয়কে স্কোয়াডে রেখেছিল বাংলাদেশ। যদিও সিলেটে তাকে খেলানো হয়নি। এবার চট্টগ্রাম টেস্টের স্কোয়াড থেকেই তাকে বাদ দেয়া হলো।

 

এছাড়া স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার হাসান মাহমুদ। মুশফিক হাসান চোটে পড়ায় চট্টগ্রাম যাচ্ছেন হাসান মাহমুদ। তিনি বাংলাদেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে ৩৯ ম্যাচ খেলেছেন। যদিও এখনো টেস্ট খেলেননি। ১৬টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে তিনি ৪৯ উইকেট নিয়েছেন।

 

সিলেটে ৩২৮ রানের বিশাল জয়ে দুই টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে যায় শ্রীলংকা। শনিবার চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

  

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, সাকিব আল হাসান, শাদাহাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন