নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছেন ‘শাটিকাপ’ নির্মাতা

ফিচার প্রতিবেদক

‘সিনপাট’ ওয়েব সিরিজের দৃশ্য ছবি: চরকি

সময়ের সঙ্গে বাড়ছে ওয়েব সিরিজের জনপ্রিয়তা। ভিন্নধারার গল্প ও উপস্থাপনা ওয়েব কনটেন্টের জনপ্রিয়তা বাড়ার কারণ। ২০২২ সালে দেশের আলোচিত ওয়েব সিরিজ ছিল শাটিকাপ। একঝাঁক অপরিচিত মুখ নিয়ে হাজির হন এক নবীন নির্মাতা। টান টান উত্তেজনায় শাটিকাপ দিয়ে দেশ-বিদেশের দর্শকের মন জয় করে নিয়েছিলেন তরুণ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। তিনি শাটিকাপের লেখক ও পরিচালক। এ সিনেমার পর থেকেই দর্শকের প্রশ্ন ছিল তাওকীর ইসলামের পরবর্তী কাজ কবে আসবে। দুই বছর পর রাজশাহীর তাওকীর আবার ফিরছেন নতুন সিরিজ ‘সিনপাট’ নিয়ে। চরকিতে আসতে যাচ্ছে ওয়েব সিরিজটি। এবারো সেই রাজশাহীর ভাষা ও অপরিচিত শিল্পীদের তুলে আনতে যাচ্ছেন নির্মাতা। 

সিনেমা নিয়ে দিল্লির এশিয়ান স্কুল অব মিডিয়া স্টাডিজ থেকে পড়ালেখা করেছেন রাজশাহীর ছেলে তাওকীর। নিজ জেলায় বসেই সেখানকার স্থানীয় অভিনেতাদের নিয়ে সিরিজ নির্মাণ করেন তিনি। সিনপাট নিয়ে ওয়েব সিরিজের নাম প্রসঙ্গে তাওকীর ইসলাম বলেন, ‘সিরিজের নাম আসলে কী হবে এটা নিয়ে অনেক ভেবেছি আমরা। বহু নাম প্রাথমিকভাবে মাথায় ছিল। হুট করে একদিন সিনপাট নামটা সামনে আসে। এটা মূলত আমাদের প্রটাগোনিস্ট সোহেল ভাইয়ের কাছ থেকে এসেছে। শব্দটা পাবনার নগরবাড়ীর লোকাল একটা শব্দ। যেটা আমাদের কাজকে প্রতিফলিত করে।’

শাটিকাপ নির্মাণের পর জীবনে কী পরিবর্তন এসেছে জানতে চাইলে পরিচালক তাওকীর বলেন, ‘শাটিকাপের পর পরিবর্তন বলতে আমাদের অনেক নতুন বন্ধু হয়েছে। মানুষ আমাদের চিনেছে। সেই সঙ্গে বেশকিছু কাজের সুযোগ হয়েছে।’

সিনপাটেও লোকাল সব অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করেছেন তাওকীর। কাজ করতে গিয়ে কী কী সুবিধা-অসুবিধা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘নতুন মানুষ নিয়ে কাজ করার অভিজ্ঞতা শিশুকাল থেকেই। নতুন মানুষ নিয়ে কাজ করলে নতুন টেকনিক শেখা যায়। আবার নতুন অভিজ্ঞতাও হয়। এছাড়া আমাদের এবারের মূল কাস্ট যিনি তিনি একদমই নতুন। তাকে শেইপে নিয়ে আসতে কিছুটা সময় লেগেছে।৷’ এ ওয়েব সিরিজের সিকোয়েন্স প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘শাটিকাপ ও সিনপাট দুটো দুই কাজ। তাই দুটো আলাদা হবে। আর মূল যে জায়গায় আলাদা, সেটি দর্শকরাই বলে দেবে।’ এবারের ওয়েব সিরিজে চমকসহ আরো বেশি টুইস্ট আছে বলে জানান নির্মাতা। শিগগির সিরিজটি দেখা যাবে চরকির পর্দায়। এর পরই জানা যাবে কী চমক থাকছে এতে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন