কয়লা উত্তোলন বাড়িয়েছে চীন

বণিক বার্তা ডেস্ক

ছবি: রয়টার্স

আগস্টে চীনের কয়লা উত্তোলন বেড়েছে। বিদ্যুৎ খাতে কয়লার চাহিদা বাড়ায় উত্তোলন বাড়িয়েছে দেশটি। খবর বিজনেস রেকর্ডার।

চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকসের (এনবিএস) পরিসংখ্যানে দেখা যায়, বিশ্বের শীর্ষ কয়লা উত্তোলক দেশটি জুলাইয়ে ৩৭ কোটি ৭৫ লাখ ৪০ হাজার লাখ টন কয়লা উত্তোলন করেছে। আগস্টে উত্তোলন বেড়ে দাঁড়ায় ৩৮ কোটি ২১ লাখ ৭০ হাজার টনে। দৈনিক হিসেবে উত্তোলনের পরিমাণ ছিল ১ কোটি ২৩ লাখ ৩০ হাজার টন। যদিও প্রধান খনিগুলোয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় উত্তোলন কার্যক্রম পুরোদমে চালানো যায়নি।

এনবিএসের তথ্য মতে, আগস্টে উত্তোলন বাড়লেও তা জুনের চেয়ে বেশি ছিল না। জুনে উত্তোলনের পরিমাণ ছিল ৩৯ কোটি ১ লাখ টন। মূলত দুটি দুর্ঘটনার পর জুলাইয়ে খনিগুলোয় নজরদারি বাড়ানোয় আগের মতো পুরোদমে উত্তোলন অব্যাহত রাখতে পারেনি দেশটি।

চলতি বছরের প্রথম আট মাসে চীনের মোট কয়লা উত্তোলনের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এ সময় উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ৩০৫ কোটি টনে।

চীনের শীর্ষ কয়লা হাব শাংসি ও ইনার মঙ্গোলিয়া। এর মধ্যে আগস্টের শেষ দিকে শাংসির একটি খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১১ শ্রমিক নিহত হওয়ার পর প্রদেশটির এক ডজনেরও বেশি কয়লা খনি সাময়িক বন্ধ করে দেয়া হয়। পাশের ইনার মঙ্গোলিয়া অঞ্চলেও খনি পরিদর্শন কার্যক্রম বাড়ানোয় উত্তোলন ব্যাহত হয়েছে।

কোল ট্রান্সপোর্টেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশনের তথ্যমতে, শাংসি ও ইনার মঙ্গোলিয়ার ৪৪২টি প্রধান খনিতে গড় জোগানের হার কমে ৮০ দশমিক ৬ শতাংশে নেমেছে, যা জুলাইয়ে ছিল ৮১ দশমিক ২ শতাংশ। বছরের শুরুর দিকে এ হার সর্বোচ্চ ৮৫ শতাংশ ছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন