ক্যাম্পাসে ভ্লগিং

এক লাখ তরুণের জন্য ‘জব রেডি সার্টিফিকেট’ প্রোগ্রাম

ফিচার প্রতিবেদক

চাকরির বাজারের জন্য এক লাখ তরুণকে প্রস্তুত করবে স্মার্ট এডুকেশন প্লাটফর্ম ও টিউটর্স মার্কেটপ্লেস ওস্তাদজী ও যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির স্টার্টআপ ওয়াদানি ফাউন্ডেশন। এ জব রেডি সার্টিফিকেট প্রোগ্রামের আওতায় তরুণরা পাঁচটি কোর্সে অংশ নেবে। এগুলো হলো—ডাটা অ্যানালাইসিস, টোয়েন্টিফার্স্ট সেঞ্চুরি এমপ্লয়াবিলিটি স্কিল ডেভেলপমেন্ট, টোয়েন্টিফার্স্ট সেঞ্চুরি এমপ্লয়াবিলিটি স্কিল অ্যাসেসমেন্ট বাই ইন্ডাস্ট্রি এক্সপার্ট, মক টেস্ট বাই ইন্ডাস্ট্রি এক্সপার্ট, সিভি রাইটিং অ্যান্ড ভেটিং বাই ইন্ডাস্ট্রি এক্সপার্ট। ওস্তাজীর প্রতিষ্ঠাতা জুলিয়াস সিজার তালুকদার বলেন, ‘এক লাখের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ১০ হাজার শিট বরাদ্দ থাকবে। বাকি ৯০ বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজের জন্য। আগামী ৭ জুলাই থেকে এ প্রোগ্রামের নিবন্ধন শুরু হবে ও ১০ জুলাই থেকেই কোর্স চালু হবে। নিবন্ধনসংক্রান্ত তথ্য পাওয়া যাবে ওস্তাদজীর ওয়েবসাইট ও ফেসবুক পেজে।’ 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন