বেমেয়াদি পিএলআই এএমএল ফার্স্ট ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৫৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশন সভায় পিএলআই এএমএল ফার্স্ট ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করা হয়েছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা হিসেবে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২৫ কোটি টাকা দিয়েছে, যা ফান্ডটির প্রাথমিক আকারের ৫০ শতাংশ। আর বাকি ২৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। এ ফান্ডের সম্পদ ব্যবস্থাপক পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এছড়া ফান্ডটির ট্রাস্টি হিসেবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং কাস্টডিয়ান হিসেবে ব্র্যাক ব্যাংক লিমিটেড কাজ করছে।