দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে তিনদিনই নিম্নমুখিতা পরিলক্ষিত হয়েছে। এ সময়ে এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর বেশির ভাগের দর অপরিবর্তিত রয়েছে। দর বেড়েছে মাত্র ২৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এমন ১০ কোম্পানির তালিকায় শীর্ষে রয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬০ শতাংশের বেশি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ২৪ টাকা ৬০ পয়সা। সপ্তাহ শুরুর ৪০ টাকা ৯০ পয়সার শেয়ারটি সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৬৫ টাকা ৫০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬০ দশমিক ১৫ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২৩ কোটি ৯৮ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৪ কোটি ৭৯ লাখ ৬০ হাজার ৪০০ টাকা।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২০ দশমিক ৫৩ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির মোট ৪১ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৮ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৭ দশমিক ৭০ শতাংশ। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৩০ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ৬ কোটি ৭ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।
গত সপ্তাহে ১০ দশমিক ১৯ শতাংশ শেয়ারদর বৃদ্ধি নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১৩ কোটি ৫৬ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ২ কোটি ৭১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।
তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৫ কোটি ৩৫ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ১ কোটি ৬ লাখ ৭০ হাজার ২০০ টাকা।