সাপ্তাহিক পুঁজিবাজার

লেনদেন কমেছে ৩৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সার্বিকভাবে নিম্নমুখিতা পরিলক্ষিত হয়েছে। সময়ে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের পাশাপাশি লেনদেন কমেছে ২৮ শতাংশের বেশি। তাছাড়া আলোচ্য সপ্তাহে এক্সচেঞ্জটির অধিকাংশ খাতে নেতিবাচক রিটার্ন এসেছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণ কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ১৪ দশমিক ৩০ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ কমেছে। সূচকটির বর্তমান অবস্থান হাজার ৩৭৮ পয়েন্টে, আগের সপ্তাহ শেষে যা ছিল হাজার ৩৯২ পয়েন্টে। সূচকের পতনে গত সপ্তাহে সবচেয়ে বেশি অবদান ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, কোহিনূর কেমিক্যালস, শাহজালাল ইসলামী ব্যাংক, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস এপেক্স ফুটওয়্যার লিমিটেডের শেয়ারের।

ডিএসইর অন্য সূচকের মধ্যে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ১১ দশমিক ৮৪ পয়েন্ট বা দশমিক ৫২ শতাংশ কমে হাজার ২৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল হাজার ২৭৮ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস দশমিক ৫৪ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ কমে হাজার ৪০২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল হাজার ৪০৭ পয়েন্টে। ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৯৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ৮৪টির আর অপরিবর্তিত ছিল ২২৯টির। এছাড়া লেনদেন হয়নি ১৩টির।

ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে হাজার ৫৮৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন ছিল হাজার ৮০১ কোটি ২৪ লাখ টাকা। সে হিসাবে এক্সচেঞ্জটিতে সাপ্তাহিক লেনদেন কমেছে হাজার ২১৭ কোটি ৭১ লাখ টাকার বেশি বা ৩৮ দশমিক ২৩ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন ছিল ৭১৬ কোটি ৭১ লাখ টাকা। যেখানে আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল হাজার ১৬০ কোটি ২৫ লাখ টাকা।

গত সপ্তাহে ডিএসইতে খাতভিত্তিক লেনদেনে শীর্ষে রয়েছে ওষুধ রসায়ন খাত। এক্সচেঞ্জটির মোট লেনদেনের ১৯ শতাংশই ছিল খাতটির দখলে। সময়ে এক্সচেঞ্জটিতে সবচেয়ে বেশি ইতিবাচক রিটার্ন এসেছে ভ্রমণ অবকাশ খাতে, ১৩ দশমিক শতাংশ। অন্যদিকে শতাংশ নেতিবাচক রিটার্ন নিয়ে শীর্ষে রয়েছে পাট খাত।

অন্যদিকে সিএসইতে গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ১১ শতাংশ কমে ১৮ হাজার ৭৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ১৮ হাজার ৮০০ পয়েন্টে। সিএসসিএক্স সূচকটি গত সপ্তাহ শেষে ১১ শতাংশ কমে ১১ হাজার ২৫৫ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহ শেষে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ২৬৮ পয়েন্টে। সিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৯২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন