দেশের পুঁজিবাজারে আজ থেকে লেনদেন শুরু হতে যাচ্ছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। ডিএসইর মাধ্যমে এ তথ্য জানিয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি।
৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-জুন)
কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৯ কোটি ১৮ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৩ কোটি ২৩ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৫ কোটি ৯৪ লাখ বা ৪৪ দশমিক ৯১ শতাংশ। তিন প্রান্তিকে নাভানা ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ২ টাকা ৩৯ পয়সা, আইপিও-পরবর্তী শেয়ার গণনায় যা দাঁড়ায় ১ টাকা ৭৯ পয়সা।