পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। ব্যাংকটির এজিএম এ বছরের ২৮ জুলাইয়ের পরিবর্তে ৭ আগস্ট অনুষ্ঠিত হবে। গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়েছে ৪ পয়সা বা ২৩ দশমিক ৫৩ শতাংশ। ৩১ মার্চ ২০২২ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ১৫ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদ।