বিশেষ সুবিধা পাওয়া ব্যক্তি যেন ইসিতে সুযোগ না পায়: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

যাদের সঙ্গে সরকারের স্বার্থ সংশ্লিষ্টতা রয়েছে তারা যেন নির্বাচন কমিশনে না আসে- সার্চ কমিটিকে এমন প্রস্তাব দিয়েছে বিশিষ্ট নাগরিকরা। আজ শনিবার সার্চ কমিটির সঙ্গে প্রথম ধাপে বৈঠকে বসা বিশিষ্ট নাগরিকরা এমন প্রস্তাব দেন।


সার্চ কমিটি প্রথম দফার বৈঠকে ২০ জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হয়। তবে বৈঠকে ১৪ বিশিষ্ট নাগরিক অংশ নেন।


বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, আমরা প্রত্যেকেই আলদাভাবে কথা বলার সুযোগ পেয়েছি। আমরা বেশির ভাগ মানুষ বলেছি, যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পাবেন তারা যেন আগের সরকারের আমলে বিশেষ সুবিধাভোগী না হন।


তিনি বলেন, চুক্তিভিত্তিক নিয়োগ, চাকরি এক্সটেনশন করার মাধ্যমে সরকার তার বিশ্বস্ত লোকদের সুবিধা দিয়ে থাকে। এ ধরনের লোক যাতে নির্বাচন কমিশনে না আসে। যারা রিটায়ার্ড করার পর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নিয়েছে তারা যেন না আসে। যাদের সঙ্গে সরকারের স্বার্থ সংশ্লিষ্টতা রয়েছে তারা যেন না আসে এমন প্রস্তাব দেয়া হয়েছে সার্চ কমিটির কাছে।


বিশিষ্ট নাগরিকদের পক্ষ থেকে কোনো নাম দেয়া হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমারা কেউ কোনো নাম দেই নাই। আমরা শুধু বলেছি কিসের ভিত্তিতে নেয়া উচিত, কিসের ভিত্তিতে নেয়া উচিত না।


বৈঠক শেষে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক মাহফুজা খানম বলেন, সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে যে নাম পাঠাবে তাদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হওয়া। তাদের সততা থাকতে হবে।


বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার হিসেবে রাজনৈতিক দলগুলো যেসব নাম জমা দিয়েছে সার্চ কমিটিকে তা প্রকাশ করতে বলেছি। নামগুলো প্রকাশ করলে জানা যাবে আসলেই রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচন চায় কি না। সার্চ কমিটি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। তারা বলেছেন, আমাদের কথাগুলো রেকর্ড থেকে আবারো শুনবেন।


বৈঠকে সভাপতিত্ব করেছেন সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। সার্চ কমিটির সদস্যদের মধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক বৈঠকে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন