অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিতে ভূমিকা রাখছে এফডিআই

নিজস্ব প্রতিবেদক

দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। সময় সরকার বিদেশী বিনিয়োগকারীদের জন্য অনেক ভালো প্রণোদনা প্রস্তাব রাখছে বলেও জানান তিনি। গতকাল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২১- অর্থনৈতিক অঞ্চল সম্পর্কিত সেশনে সভাপতির বক্তব্যে এমনটা জানান তিনি।

গতকাল সকালে দুদিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেশনটি সঞ্চালনা করেন ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ। সেশনে কিনোট উপস্থাপন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য (পরিকল্পনা উন্নয়ন) মোহাম্মদ এরফান শরীফ। সেশনটিতে বিনিয়োগের সুযোগ তুলে ধরার পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলে নীতি নিয়ন্ত্রক পরিবেশের ওপর একটি সার্বিক ধারণা দেয়া হয়।

সেশনে প্যানেল আলোচক ছিলেন বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইউহো হায়াকাওয়া, বাংলাদেশ প্রাইভেট ইকোনমিক জোন ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি এএসএম মাইনুদ্দিন মোনেম, বিশ্বব্যাংকের বাংলাদেশ ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন, জাপানের সুমিটোমো করপোরেশন এশিয়া ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশ অফিসের মহাব্যবস্থাপক শিনিচি নাগাটা।

সময় ভূমিমন্ত্রী আইএমএফের উপাত্ত অনুযায়ী করোনা মহামারীকালীন বিশ্বের শীর্ষ পাঁচটি সহনশীল অর্থনীতির দেশের মধ্যে বাংলাদেশ একটি উল্লেখ করেন। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের জন্য উপস্থিত বিদেশী বিনিয়োগকারী প্রবাসী বাংলাদেশী বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন বলেন, সবুজ প্রবৃদ্ধির কথা মাথায় রেখে বাংলাদেশে যে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে তা বিশ্বব্যাপী দূরদর্শী উদ্যোগ হিসেবে স্বীকৃতি পাচ্ছে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ দ্রুত চলছে। পাশাপাশি বিদেশী বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন করা হয়েছে। অর্থনৈতিক অঞ্চলে নির্বিঘ্নে বিনিয়োগ করার জন্য বেপজা থেকে সব সহযোগিতা পাওয়া যাবে।

বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি ইউহো হায়াকাওয়া বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাইকা পাশে ছিল, থাকবে। তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রযুক্তিগত পরিবেশগত উন্নয়ন খুব দরকার। যদিও বিষয়ে বাংলাদেশ সরকার চেষ্টা করছে। তবে এটা ঠিক, বাংলাদেশ এখন বিনিয়োগের উত্তম গন্তব্য।

অনুষ্ঠানে আলোচকরা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোকে সম্পূর্ণ প্যাকেজ হিসেবে বর্ণনা করে বলেন, এসব অর্থনৈতিক অঞ্চলের মূল আকর্ষণ সম্পূর্ণ সেবাযুক্ত শিল্প স্থাপনে উপযুক্ত ভূমি, পানি, বিদ্যুৎ গ্যাস সরবরাহের জন্য প্রস্তুত অবকাঠামো এবং বিস্তৃত আকারে প্রদত্ত প্রতিযোগিতামূলক আকর্ষণীয় প্রণোদনা।

লেভারেজিং ফোরথ আইআর: নিউ এভিনিউজ ফর ইনোভেটিভ ইনভেস্টমেন্ট শীর্ষক বিজনেস সেশনে সভাপতিত্ব করেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সঞ্চালনায় ছিলেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান। সেশনের বিষয়ের ওপর মূল বক্তব্য উপস্থাপন করেন বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর।

হেলথ অ্যান্ড ফার্মাসিউটিক্যালস: হেলদি লিভিং ফর অল শীর্ষক বিজনেস সেশনে মূল বক্তব্য উপস্থাপন করেন বিএপিআই সভাপতি নাজমুল হাসান পাপন। সভাপতিত্ব করেন শেখ ফজলুল করিম সেলিম এবং সঞ্চালনায় ছিলেন বিএপিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মুক্তাদির।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন