দক্ষিণ কোরিয়ায় রিটেইল ব্যাংকিং বন্ধ

ব্যয় বৃদ্ধি নিয়ে সতর্ক করেছে সিটিগ্রুপ

বণিক বার্তা ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় নিজেদের রিটেইল ব্যাংকিং ব্যবসা বন্ধ করার সঙ্গে সম্পর্কিত উল্লেখযোগ্য চার্জের ব্যাপারে সতর্কবার্তা দিয়েছে ওয়াল স্ট্রিটভিত্তিক বিনিয়োগ ব্যাংক সিটিগ্রুপ। সম্প্রতি -সংক্রান্ত সতর্কবার্তা দেয় প্রতিষ্ঠানটি। এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য আফ্রিকার ১৩টি বাজার থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নেয়ার ঘোষণার এক মাসের মধ্যেই এমনটা জানাল সিটিগ্রুপ। খবর রয়টার্স।

প্রতিষ্ঠানটিকে লাভজনক জায়গায় নিয়ে যেতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেন ফ্রেজারের পরিকল্পনা অনুসারে এমন পদক্ষেপ নিয়েছে সিটিগ্রুপ। দক্ষিণ কোরিয়ায় রিটেইল ব্যবসা গুটিয়ে নেয়ায় অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে মার্কিন ব্যাংকটিকে। এসব ব্যয়ের মধ্যে রয়েছে কর্মীদের স্বেচ্ছায় অবসরের সময় প্রদানকৃত আর্থিক সুবিধা। ২০২৩ সালের শেষ নাগাদ এসব ব্যয় চলমান থাকবে বলে জানায় সিটিগ্রুপ। তবে ঠিক কী পরিমাণ ব্যয় হবে তা এখনো নির্ধারণ করতে পারেনি প্রতিষ্ঠানটি।

এপ্রিলে প্রকাশিত ঘোষণায় সিটিগ্রুপ জানায়, তারা দক্ষিণ কোরিয়ার পাশাপাশি আরো বেশ কয়েকটি দেশ থেকে তাদের খুচরা ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। দেশগুলো হলো অস্ট্রেলিয়া, বাহরাইন, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, পোল্যান্ড, রাশিয়া, তাইওয়ান, থাইল্যান্ড ভিয়েতনাম। এর মধ্যে আগস্টে অস্ট্রেলিয়ায় নিজেদের ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নেয়ার ব্যাপারে একটি চুক্তিও স্বাক্ষর করেছে সিটিগ্রুপ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন