আগস্টে ইন্দোনেশিয়ার রফতানি-আমদানিতে উল্লম্ফন

আগস্টেও ইন্দোনেশিয়ার রফতানি ও আমদানিতে প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়লা ও পাম অয়েলের মতো প্রধান পণ্যের উচ্চমূল্যের কারণে দেশটির বাণিজ্যপ্রবাহে এমন উল্লম্ফন দেখা গেছে। গতকাল প্রকাশিত রয়টার্সের এক জরিপে এ চিত্র উঠে আসে। জরিপে ১৮ জন অর্থনীতিবিদ পূর্বাভাস দিয়েছেন, গত মাসে ইন্দোনেশিয়ার বাণিজ্য উদ্বৃত্ত কমে ২৩৬ কোটি ডলারে দাঁড়িয়েছে। যেখানে জুলাইয়ে বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ ছিল ২৫৯ কোটি ডলার।  অর্থনীতিবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগস্টে দেশটির রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৬ দশমিক ৯ শতাংশ ও আমদানি ৪৫ দশমিক ১ শতাংশ বেড়েছে। যেখানে জুলাইয়ে এ প্রবৃদ্ধির পরিমাণ ছিল যথাক্রমে ২৯ দশমিক ৩২ ও ৪৪ দশমিক ৪৪ শতাংশ। রয়টার্স

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন