পুঁজিবাজারে লেনদেনের সময় ১ ঘণ্টা বাড়ল

নিজস্ব প্রতিবেদক

চলমান বিধি নিষেধের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং লেনদেন বৃদ্ধির সঙ্গে সঙ্গে পুঁজিবাজারের লেনদেনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামি ৮ জুলাই থেকে পুঁজিবাজারে দুপুর ২টা পর্যন্ত লেনদেন হবে।

তথ্য মতে, আগামি ৮ জুলাই থেকে ব্যাংকিং লেনদেন সময় সকাল ১০টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত করায় পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত করা হয়েছে। এই সময়ে প্রি-ওপেনিং সেশন হবে সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে ১০ টা এবং পোস্ট-ক্লোজিং সেশন হবে দুপুর ২ টা থেকে ২ টা ১৫ মিনিট পর্যন্ত।

কভিডের সংক্রমণ ঠেকাতে ১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউনে ব্যাংকিং লেনদেন কমিয়ে আনা হয়। এতে পুঁজিবাজারের লেনদেনের সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন