হাসপাতাল ছাড়ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেয়ার পর আজ সন্ধ্যায় হাসপাতাল ছেড়ে গুলশানের বাসভবনে ফিরছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন

শনিবার বিকেলে শায়রুল কবির জানান, আজ সন্ধ্যায় ম্যাডাম (খালেদা জিয়া) হাসপাতাল ত্যাগ করবেন তিনি এখান থেকে বাসায় যাবেন আর তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা ব্রিফ করবেন

গত ১০ এপ্রিল খালেদা জিয়ার করোনায় আক্রান্ত হওয়ার গুঞ্জন ওঠে পরদিন ১১ এপ্রিল জরুরি সংবাদ সম্মেলন ডেকে খালেদা জিয়ার করোনায় আক্রান্ত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে বিএনপি সে সময় খালেদা জিয়া ছাড়াও তার বাসভবন ফিরোজায় আরো আক্রান্ত রোগীর শরীরে করোনা শনাক্ত হয় গত ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে তখন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. সিদ্দিকী গণমাধ্যমকে বলেছিলেন, খুব লো টাইপের সংক্রমণ ধরা পড়েছে তার (খালেদা জিয়ার)

পরবর্তীতে গত ২৭ এপ্রিল খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন দিন পরে তিনি শ্বাসকষ্ট অনুভব করলে তাকে জরুরিভাবে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় সেদিন থেকে  হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধায়নে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলে আসছিলো

৭৫ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিন বছর আগে দুর্নীতির দুই মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে গত বছরের ২৫ মার্চ মানবিক বিবেচনায় শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয় সরকার তাকে মোট দুই দফায় মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন