বিটকয়েন ব্যবহারের বৈধতা দিল এল সালভাদর

বণিক বার্তা ডেস্ক

বিশ্বের প্রথম দেশ হিসেবে বিটকয়েনের ব্যবহারকে বৈধতা দিয়েছে মধ্য আমেরিকার দেশ এল সালভাদর ক্রিপ্টোকারেন্সি ব্যবস্থা চালু করতে দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে একটি প্রস্তাবনা দিয়েছিলেন কংগ্রেস থেকে প্রস্তাবনা গ্রহণ করার পর পরই স্বীকৃতি দেয়া হয়

কংগ্রেসে ৮৪টির মধ্যে ৬২টি ভোটে আইনপ্রণেতারা বিটকয়েন গ্রহণ এর ব্যবহারে আইন প্রণয়নের প্রস্তাবনা প্রদান করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে এল সালভাদরের যে প্রকল্প রয়েছে, সেখানে গুরুতর প্রভাব পড়ার সম্ভাবনা থাকলেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়

এল সালভাদরের যেসব অধিবাসী প্রবাসে বসবাস করছেন এবং কাজ করছেন, তারা যেন দেশে অর্থ পাঠাতে পারেন, সেজন্য প্রেসিডেন্ট বুকেলে বিটকয়েনের পক্ষে প্রস্তাবনা দেন সেই সঙ্গে মার্কিন ডলারও বৈধ হিসেবে কাজ করবে বলে জানান তিনি

কংগ্রেসে বিষয়ে ভোটগ্রহণের কিছু আগে এক টুইটে বুকেলে বলেন, অর্থ ব্যবস্থা চালু হলে তা দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ, পর্যটন নতুন উদ্ভাবনের ক্ষেত্র প্রসারিত করবে

তিনি আরো বলেন, ব্যক্তির ইচ্ছার ওপর বিটকয়েনের ব্যবহার নির্ভর করবে এবং এটি ব্যবহারকারীদের কোনো ক্ষতির মুখে ফেলবে না এছাড়া ডলারকে বিটকয়েনে রূপান্তরের ক্ষেত্রে সরকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে ডেভেলপমেন্ট ব্যাংক অব এল সালভাদর সার্বিক কার্যক্রম নির্ধারণ তদারক করবে বলেও জানান তিনি

বিটকয়েন ব্যবহারে ৯০ দিনের মধ্যে আইন প্রণয়ন বাস্তবায়ন করা হবে এক্ষেত্রে বাজারে বিটকয়েন ডলারের নির্ধারিত মূল্যেই কার্যক্রম চলবে আইন প্রণয়ন বাস্তবায়নের পর দেশের সব ব্যবসাপ্রতিষ্ঠানকে তাদের পণ্য পরিষেবার মূল্য পরিশোধে বিটকয়েনের লেনদেন গ্রহণ করতে হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়

এছাড়া দেশের অধিবাসীরা বিটকয়েনের মাধ্যমে তাদের কর প্রদান করতে পারবেন আইএমএফের সঙ্গে এল সালভাদরের ১০০ কোটি ডলারের প্রকল্প নিয়ে যে আলোচনা চলছে, সেখানে নতুন সিদ্ধান্ত প্রভাব ফেলবে বলে মনে করছেন দেশটির অর্থনীতিবিদরা তিন সপ্তাহ ধরে বিটকয়েনের বাজারমূল্য নিম্নমুখী ছিল সর্বশেষ বিটকয়েনের মূল্য শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৪ হাজার ৬৭ ডলারে দাঁড়িয়েছে

ক্রিপ্টোকারেন্সির অনুমোদন নিয়ে ক্রিপ্টো ফান্ড ডিজিটাল অ্যাসেট ক্যাপিটাল ম্যানেজমেন্টের রিচার্ড গ্যালভিন বলেন, এল সালভাদরের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশও এর অনুমোদনের বিষয়ে কাজ করবে সেই সঙ্গে বিটকয়েনের বাজার বৃদ্ধিতে আগামী দুই থেকে তিন বছর বেশ গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি

প্রবাসীদের পাঠানো অর্থের উপর এক সালভাদরের অর্থনীতি অনেকাংশে নির্ভরশীল ওয়ার্ল্ড ব্যাংকের তথ্যানুযায়ী ২০১৯ সালে প্রবাসীদের পাঠানোর অর্থের মাধ্যমে দেশটি প্রায় ৬০০ কোটি ডলার আয় করেছিল যা মোট জিডিপির প্রায় পাঁচ শতাংশ এবং অনুপাতের দিক থেকে সর্বোচ্চ তবে এল সালভাদরে প্রবাসীরা যে অর্থ প্রেরণ করেন তার কোন অংশ বিটকয়েনে আসবে সে ব্যাপারে তাত্ক্ষণিকভাবে কিছু জানানো হয় নি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন