অবশেষে সাধারণ বীমা খাতে দরপতন

নিজস্ব প্রতিবেদক

বছরের মার্চের তৃতীয় সপ্তাহেই পুঁজিবাজারে বীমা খাতের শেয়ারের দর বাড়তে শুরু করে। বিশেষ করে সাধারণ বীমা খাতের কোম্পানিগুলোর শেয়ারদরে ধারাবাহিক ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। সেই সঙ্গে সাধারণ বীমা খাতের অধিকাংশ শেয়ার অস্বাভাবিক দরেও লেনদেন হয়ে আসছে। অবশেষে আলোচ্য খাতের শেয়ারে টানা উত্থানের পর গতকাল পতন ঘটেছে। গতকাল পুঁজিবাজারে সূচক লেনদেনের সঙ্গে বেড়েছে অধিকাংশ কোম্পানি ফান্ডের বাজারদর। যদিও এক্ষেত্রে ব্যতিক্রম ছিল বীমা খাত। গতকাল খাতের সাধারণ বীমার প্রায় সব কোম্পানির শেয়ারদরই কমেছে, তবে জীবন বীমার শেয়ারদর বেড়েছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, স্বল্প মূলধনি হওয়ার কারণে বীমা খাতের শেয়ার সংখ্যা কম। ফলে বাজারের চিহ্নিত কিছু পুরনো কারসাজি চক্রের সদস্যরা গত এক-দেড় মাস ধরে বীমা খাতের শেয়ারের দর কারসাজির মাধ্যমে বাড়াচ্ছে। এতে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি হবে সবচেয়ে বেশি। বীমা খাতের যেসব শেয়ারে অস্বাভাবিকভাবে দর বাড়ছে সেগুলোর বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা নজর না দিলে সাধারণ বিনিয়োগকারীরা বড় ক্ষতির সম্মুখীন হবে। ফলে বাজারে পুনরায় আস্থার সংকট দেখা দেবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকে সূচক ঊর্ধ্বমুখী ছিল। সারা দিন উত্থান পতনের মাধ্যমে মিশ্র অবস্থায় লেনদেন শেষ হয়। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে হাজার ৫৮৮ দশমিক ৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে, যা এর আগের কার্যদিবসে ছিল হাজার ৫৩৫ দশমিক ৪৮ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল সিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইউসিবি, ওরিয়ন ফার্মা, ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইডিএলসি, মার্কেন্টাইল ব্যাংক ওয়ান ব্যাংক।

এদিকে ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে হাজার ২৪৯ দশমিক ৯২ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিন ছিল হাজার ২৪৯ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৩ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে গতকাল হাজার ১৩২ দশমিক ১০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন শেষে যা ছিল হাজার ১১৮ দশমিক ৭১ পয়েন্টে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে হাজার ৩৯৮ কোটি ৫১ লাখ ১১ হাজার টাকা। এর আগের কর্যদিবসে লেনদেন হয়েছে হাজার ৩৫৬ কোটি ১০ লাখ হাজার টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ২০৩টির, কমেছে ১০০টির আর অপরিবর্তিত ছিল ৫৪টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৯ দশমিক শূন্য শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে সাধারণ বীমা খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ দশমিক ৯১ শতাংশ দখলে নিয়েছে বিবিধ খাত। দশমিক শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংক খাত। দশমিক ৭৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল আর্থিক খাতের। আর দশমিক ৪৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে পঞ্চম অবস্থানে রয়েছে বস্ত্র খাত।

গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ সিকিউরিটিজ ছিল বেক্সিমকো লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ফিড মিলস, রবি আজিয়াটা, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, ম্যাকসন্স স্পিনিং, রূপালী লাইফ ইন্স্যুরেন্স লাফার্জহোলসিম।

গতকাল এক্সচেঞ্জটিতে দরবৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে মেট্রো স্পিনিং, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, প্রাইম ফাইন্যান্স, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডেল্টা স্পিনার্স, ওরিয়ন ফার্মা, ন্যাশনাল ফিড, এনআরবিসি ব্যাংক, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড আইএফআইসি ব্যাংক।

দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে ৯৩ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে হাজার ৭৩৮ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন