জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক

কলম্বিয়ার কয়লা রফতানিতে ৪৭ শতাংশ পতন

বণিক বার্তা ডেস্ক

একদিকে নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী, অন্যদিকে সক্রিয় কয়েকটি খনির কার্যক্রম বন্ধ থাকার জের ধরে মন্দার মুখে পড়েছে কলম্বিয়ার কয়লা উত্তোলন খাত। ধারাবাহিকতায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশটিতে জ্বালানি পণ্যটির সম্মিলিত উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় ৪৭ শতাংশের বেশি কমে এক কোটি টনের কাছাকাছি নেমে এসেছে। কলম্বিয়ার মাইনস অ্যান্ড এনার্জি মিনিস্ট্রি ন্যাশনাল মাইনিং এজেন্সির এক যৌথ বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স মাইনিংডটকম।

কয়লা উত্তোলনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তারিকায় কলম্বিয়ার অবস্থান ১২তম। তবে কলম্বিয়া বিশ্বের পঞ্চম শীর্ষ কয়লা রফতানিকারক দেশ। জ্বালানি পণ্যটির বৈশ্বিক রফতানি বাণিজ্যের দশমিক শতাংশ দেশটি এককভাবে জোগান দেয়।

দেশটির সরকারি বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কলম্বিয়ার খনিগুলো থেকে সব মিলিয়ে কোটি ১০ লাখ টন কয়লা উত্তোলন হয়েছে। এক বছরের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন কমেছে ৪৭ দশমিক শতাংশ। গত বছরের তৃতীয় প্রান্তিকে কলম্বিয়ায় সব মিলিয়ে কোটি লাখ টন কয়লা উত্তোলন হয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন কমেছে ৯৮ লাখ টন।

চলতি বছরের শুরুর দিকেই কলম্বিয়ায় করোনা সংক্রমণ ছড়িয়ে পরে। মার্চে লকডাউনে চলে যায় দেশটি, যা ধাপে ধাপে বাড়িয়ে গত আগস্ট পর্যন্ত বহাল ছিল। লকডাউনের মধ্যে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশটিতে কয়লা উত্তোলনের সম্মিলিত পরিমাণ ৯৭ লাখ টনে নেমে আসে। সেই হিসাবে আগের প্রান্তিকের তুলনায় গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কলম্বিয়ায় কয়লা উত্তোলন বেড়েছে ১৩ লাখ টন। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, কলম্বিয়ার খনিগুলো থেকে গত বছর সব মিলিয়ে কোটি ২২ লাখ টন কয়লা উত্তোলন হয়েছে।

কলম্বিয়ার অন্যতম বড় কয়লা খনি ক্যারেজন। বিএইচপি গ্রুপ, অ্যাংলো আমেরিকান পিএলসি গ্লানকোর পিএলসির যৌথ মালিকানায় পরিচালিত হয় খনিটি। শ্রমিক অসন্তোষের জের ধরে খনিতে চলতি বছরের বড় একটি সময়জুড়ে কয়লার উত্তোলন কার্যক্রম বন্ধ ছিল। করোনা মহামারী লকডাউনের পাশাপাশি এর প্রভাব পড়েছে কলম্বিয়ার কয়লা উত্তোলনে।

এদিকে কলম্বিয়া সরকারের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক দশকে দেশটিতে কয়লার উত্তোলন ২৮ দশমিক শতাংশ কমতে পারে। ২০৩০ সাল নাগাদ জ্বালানি পণ্যটির বার্ষিক উত্তোলন কমে দাঁড়াতে পারে কোটি ৩০ লাখ টনে। আর চলতি বছর উত্তোলন হতে পারে কোটি ৪০ লাখ টন কয়লা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন