যশোর উপজেলা পরিষদের উপনির্বাচন

চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী বিজয়ী

বণিক বার্তা প্রতিনিধি, যশোর

যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা বিপুল ভোটে জয়লাভ করেছে। বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরজাহান ইসলাম নীরা পেয়েছেন লাখ ৭৬ হাজার ১৯ ভোট। একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নূর উন নবী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৩৯৮ ভোট। লাখ ৬৩ হাজার ৬২১ ভোট বেশি পেয়ে নৌকা বিজয়ী হয়েছে। গত মঙ্গলবার রাতে ভোট গণনা শেষে যশোর সদর উপজেলা পরিষদে বেসরকারি ফলাফল ঘোষণা করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ।

এর আগে বিএনপির অভিযোগ আর বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

বিএনপি অভিযোগ করেছে, দেড় শতাধিক কেন্দ্র থেকে ধানের শীষের পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ঘটনায় যশোর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা উপনির্বাচনের রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ দিয়েছেন ধানের শীষ প্রার্থীর প্রধান এজেন্ট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।

অভিযোগপত্রে তিনি দাবি করেছেন, ১৫০ কেনেন্দ্র ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের প্রবেশ করতে দেয়া হয়নি। সময় পুলিশ নীরব ভূমিকা পালন করেছে। অভিযোগে আরো বলা হয়েছে, পৌরসভার মধ্যে সেবাসংঘ স্কুল, সম্মেলনী স্কুল চুড়িপট্টি কেন্দ্রে থেমে থেমে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

নীরা ছাড়াও সেবাসংঘ কেন্দ্রে ভোট দেন যশোর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যশোর- আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাজমুল হাসান জানান, নারী পুরুষ ভোটার মিলে কেন্দ্রের ভোটার হাজার ২০০। এখানে প্রায় ৮০ ভাগ ভোট কাস্ট হয়েছে।

ভোট গ্রহণ শেষে শুরু হয় কেন্দ্রভিত্তিক ভোটগণনা। গণনা শেষে রাতে যশোর সদর উপজেলা পরিষদ থেকে বেসরকারি ফলাফল ঘোষণা করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ। ১৭৫টি কেন্দ্রের সবগুলোর ঘোষিত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরজাহান ইসলাম নীরা পেয়েছেন লাখ ৭৬ হাজার ১৯ ভোট। একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নূর উন নবী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৩৯৮ ভোট। লাখ ৬৩ হাজার ৬২১ ভোট বেশি পেয়ে নৌকা বিজয়ী হয়েছে। নির্বাচনে ভোট প্রদানের হার ৫১ দশমিক ৭৭ ভাগ।

উল্লেখ্য, যশোর সদর উপজেলার তত্কালীন চেয়ারম্যান শাহীন চাকলাদার পদত্যাগ করে কেশবপুর সংসদীয় উপনির্বাচনে অংশ নিয়ে এমপি নির্বাচিত হয়েছেন। কারণে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন