দুই দিনব্যাপী বিডিএফ শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

দুই দিনব্যাপী বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম ২০২০ (বিডিএফ) সম্মেলন শুরু হচ্ছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে সম্মেলনটির উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে উৎসর্গ করা হয়েছে এবারের বিডিএফ সম্মেলন। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনকে সামনে রেখে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এ সম্মেলনের আয়োজন করছে।

এবারের সম্মেলনে প্রথমবারের মতো উন্নয়ন সহযোগীদের কাছে জবাবদিহিতা চাওয়া হবে। এবারের বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের মূল স্লোগানইফেক্টিভ পার্টনারশিপ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট

ফোরামে জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জুনিচি ইয়ামাদা, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শেফার, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট শিক্সিন চেনসহ জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলের বেশকিছু উন্নয়ন সহযোগী সংস্থার শীর্ষস্থানীয়দের অংশ নেয়ার কথা রয়েছে। সব মিলিয়ে ৩৫-৪০টি উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন বলে প্রত্যাশা করছে ইআরডি।

বৈঠকের মূল অধিবেশনের প্রতিপাদ্য বিষয়ইফেক্টিভ পার্টনারশিপ ফর ইমপ্লিমেন্টিং দি এইটথ ফাইভ ইয়ার প্ল্যান এইমিং টুওয়ার্ডস অ্যাচিভিং এসডিজিস। সম্মেলনে মোট আটটি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম দিনেপ্রাইভেট সেক্টর এনগেজমেন্ট অ্যান্ড ট্রেড ফ্যাসিলিটেশন’, ‘পার্টনারশিপ ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ফিন্যান্সিং’, ‘ইনোভেটিভ ফিন্যান্সিং ফর এ সেলফ-রিলায়েন্ট বাংলাদেশ এবংরুরাল ট্রান্সফরমেশন: ক্রিয়েটিং অপরচুনিটিজ ফর অল শীর্ষক চারটি অধিবেশন অনুষ্ঠিত হবে। এছাড়া দ্বিতীয় দিনেহেলথ সার্ভিসেস: ইনক্লুসিভ ডেলিভারি অপশন’, ‘এনার্জি সিকিউরিটি ফর সাসটেইনেবল গ্রোথ’, ‘সাসটেইনেবল সিটিজ: সার্ভিসেস অ্যান্ড প্রটেকশন ফর দ্য ভালনারেবলস এবংকোয়ালিটি এডুকেশন ফর অল: প্রিপেয়ারিং ফর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশন শীর্ষক আরো চারটি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন