হুয়াওয়ে ইস্যুতে মার্কিন সিনেটে নতুন বিল

বণিক বার্তা ডেস্ক

চীনভিত্তিক হুয়াওয়েকে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি প্রকল্পে অংশগ্রহণের অনুমোদন দেয়া দেশগুলোর সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করতে নতুন একটি বিল এনেছেন মার্কিন সিনেটর টম কটন। বিলটি পাস হলে যেসব দেশ ফাইভজি অবকাঠামো নির্মাণে হুয়াওয়েকে অংশ নেয়ার অনুমোদন দিয়েছে, সে দেশগুলোর সঙ্গে কোনো ধরনের গোয়েন্দা তথ্য বিনিময় করবে না যুক্তরাষ্ট্র। খবর রয়টার্স।

বিশ্বের বৃহৎ নেটওয়ার্ক সরঞ্জাম নির্মাতা এবং দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ের পণ্যের নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী নেতিবাচক প্রচারণা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে অনেক দেশ যুক্তরাষ্ট্রের প্রচারণায় গুরুত্ব না দিয়ে এরই মধ্যে হুয়াওয়েকে ফাইভজি প্রকল্পে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন