ডির‍্যাম উৎপাদনে বিনিয়োগ করবে এসকে হাইনিক্স

ছবি : বণিক বার্তা

নতুন ডায়নামিক র‍্যান্ডম অ্যাকসেস মেমোরি (ডির‍্যাম) তৈরিতে কারখানা স্থাপনে বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানি এসকে হাইনিক্স। দেশটিতে এ কারখানা স্থাপনে ৫ দশমিক ৩ ট্রিলিয়ন ওন বা ৩৮৬ কোটি ডলার ব্যয় হবে বলে জানা গেছে। গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) থেকে শুরু করে এআই চিপ বাজারজাতকারী এনভিডিয়াকে পণ্য সরবরাহ করে হাইনিক্স। চলতি মাসের শেষ দিকে কারখানায় এমফিফটিনএক্সের উৎপাদন শুরুর বিষয়ে আশাবাদী কোম্পানিটি। কোম্পানির বিবৃতি অনুযায়ী, দীর্ঘমেয়াদে এ খাতে বিনিয়োগের পরিমাণ ২০ ট্রিলিয়ন ওন ছাড়িয়ে যাবে। রয়টার্স

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন