ডির‍্যাম উৎপাদনে বিনিয়োগ করবে এসকে হাইনিক্স

প্রকাশ: এপ্রিল ২৬, ২০২৪

নতুন ডায়নামিক র‍্যান্ডম অ্যাকসেস মেমোরি (ডির‍্যাম) তৈরিতে কারখানা স্থাপনে বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানি এসকে হাইনিক্স। দেশটিতে এ কারখানা স্থাপনে ৫ দশমিক ৩ ট্রিলিয়ন ওন বা ৩৮৬ কোটি ডলার ব্যয় হবে বলে জানা গেছে। গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) থেকে শুরু করে এআই চিপ বাজারজাতকারী এনভিডিয়াকে পণ্য সরবরাহ করে হাইনিক্স। চলতি মাসের শেষ দিকে কারখানায় এমফিফটিনএক্সের উৎপাদন শুরুর বিষয়ে আশাবাদী কোম্পানিটি। কোম্পানির বিবৃতি অনুযায়ী, দীর্ঘমেয়াদে এ খাতে বিনিয়োগের পরিমাণ ২০ ট্রিলিয়ন ওন ছাড়িয়ে যাবে। রয়টার্স


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫